fbpx
হোম জাতীয় ফ্রন্টলাইনার ও বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ফ্রন্টলাইনার ও বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্রন্টলাইনার ও বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। এজন্য সম্মুখ সারির লোকজন ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। 

তিনি বলেন, আগামীকাল রোববার সকালে মহাখালীর বিপিসিএস ভবনে বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সদর উপজেলার ২৪টি স্কুলের ৭২ জন মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, ৯২ পরিবারের মাঝে ঢেউটিন ও ১৯টি ইউনিয়নে ৪ হাজার ৭০০ শীতবস্ত্র বিতরণ করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা সারা দেশে দেওয়া হবে। আমাদের হাতে বর্তমানে সাত লাখ ফাইজার টিকা রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে।

তিনি বলেন, দেশে টিকার কোনো অভাব হবে না। ইতোমধ্যে ১১ কোটির বেশি টিকা দেওয়া  হয়েছে। আরও পাঁচ কোটি টিকা মজুদ রয়েছে।

অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আফসার সরকারসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *