fbpx
হোম আন্তর্জাতিক ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা সৌদি আরবের
ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা সৌদি আরবের

ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা সৌদি আরবের

0

মধ্যপ্রাচ্যে সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতায় বিনষ্ট করে এমন কোনো অপচেষ্টাকেই বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলো সৌদি মন্ত্রিসভা। তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনের পাশে থাকার কথা জানালো দেশটি।

বুধবার দেশটির মন্ত্রিপরিষদের এক বিশেষ সভায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ কথা বলেন। সৌদি সংবাদ সংস্থা এসপিআইয়ের এ তথ্য জানায়। একইসাথে ফিলিস্তিনি জনগণের সব ধরনের সহযোগিতা সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা।

বৈঠকে আরও বলা হয়, ফিলিস্তিনিদের জন্য আমরা এমন একটি সমাধান চাই, যা আরব বিশ্বের শান্তি ও সংহতি রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

ইতিহাস স্মরণ করে মন্ত্রীরা বলেন, ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব সবসময় ন্যায়বিচারের পক্ষে ছিল। ফলে ১৯৬৭ সালে ফিলিস্তিনের জনগণ পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছিল।

এসময় সৌদি আরবের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ড. মাজেদ অল কাসবী বলেন, সভায় ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের সামরিক ও বেসামরিক নাগরিকদের ওপর হুতি সন্ত্রাসীদের হামলার নিন্দা জানানো হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *