fbpx
হোম আন্তর্জাতিক ফিলিস্তিনের পাশে ইউরোপ যে কারণে
ফিলিস্তিনের পাশে ইউরোপ যে কারণে

ফিলিস্তিনের পাশে ইউরোপ যে কারণে

0

আবারো ইউরোপকে পাশে পেয়েছে ফিলিস্তিন। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের যে পরিকল্পনা দেশটির সরকার হাতে নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের আইন প্রনেতারা। ইউরোপের ২৫টি দেশের কমপক্ষে এক হাজার আইনপ্রনেতা এ নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, ইসরায়েলের এমন পদক্ষেপ এ অঞ্চলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ বন্ধ করে দেবে। একইসঙ্গে নতুন করে অঞ্চলটিকে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ সৃষ্টি করা হবে বলেও জানান তারা।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইউরোপীয় আইন প্রনেতারা ইসরায়েলের প্রতি শান্তির লক্ষ্যে কাজের আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, যে কোনো উপায়েই হোক দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ খোলা রাখতে হবে। এর আগে নতুন করে পশ্চিম তীরে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছিল ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তখন বলেন, আগামী  জুলাই থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *