fbpx
হোম আন্তর্জাতিক ফিলিস্তিনের পক্ষে ট্রাম্পের সঙ্গে সৌদি বাদশার ফোনালাপ
ফিলিস্তিনের পক্ষে ট্রাম্পের সঙ্গে সৌদি বাদশার ফোনালাপ

ফিলিস্তিনের পক্ষে ট্রাম্পের সঙ্গে সৌদি বাদশার ফোনালাপ

0

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সৌদি বাদশাহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তোলার আগে ইসরায়েলের সাথে কোন চুক্তি হবে না বলে জানিয়েছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে গেল ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত।

১৬ আগস্ট সচল হয় দুই দেশের টেলিফোন যোগাযোগ। সবশেষ দুই দেশের মধ্যে নিয়মিত বিমান চলাচল চালু হলে সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়। তবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা না দিলে সাধারণীকরণ চুক্তি করবে না সংযুক্ত আরম আমিরাত।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সৌদি বাদশাহ সালমান বলেছেন, সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য একটি ন্যায্য এবং স্থায়ী সমাধান দেখতে চায়, যা ছিল ২০০২ সালে আরব পিস ইনিশিয়েটিভ শুরুর মূল কারণ।

সস্প্রতি ট্রাম্প বলেন যে, তিনি আশা করেছিলেন সৌদি আরব ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাত চুক্তিতে যোগ দেবে।

এর জবাবে সৌদি রাজপরিবারের একজন প্রবীণ সদস্য বলেন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবের মূল লক্ষ্য হলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *