fbpx
হোম ক্রীড়া ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান: ওয়াসিম আকরাম
ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান: ওয়াসিম আকরাম

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান: ওয়াসিম আকরাম

0

ইসরায়েলি হামলায় এপর্যন্ত ফিলিস্তিনের ২২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ জনই শিশু। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলি আগ্রাসন থামাতে বিশ্ব ক্রীড়াঙ্গনের বহু সাবেক ও বর্তমান তারকা যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদী সেলিব্রেটিদের কাতারে এবার শামিল হয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্টবোলার ও অধিনায়ক ওয়াসিম আকরাম। গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন তিনি।

এই সাবেক বাঁহাতি পেসার এক টুইটবার্তায় বলেন, আপনি কোন পক্ষে কিংবা কোন দলকে সমর্থন করেন সেটি বিবেচ্য নয়।  এটি কোনো খেলা নয়, যুদ্ধ।  আর দিনশেষে এত মৃত্যু ও দুর্দশা যেখানে, সেখানে কেউ জয়ী হতে পারে না।  সবাই হেরে গেছে এরই মধ্যে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। মানবতার পক্ষে আওয়াজ তুলুন।

ওয়াসিম আকরামকে রিভার্স সুইংয়ের উদ্ভাবক হিসেবে গণ্য করা হয়।  তিনি পাকিস্তানের ১৯৯২ সালে একমাত্র বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *