fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা ফাহিম সালেহ’র জানাজা সম্পন্ন
ফাহিম সালেহ’র জানাজা সম্পন্ন

ফাহিম সালেহ’র জানাজা সম্পন্ন

0

চোখের পানিতে সন্তানকে কবরে শুইয়ে দিলেন হতভাগ্য পিতা। স্বজন এবং বন্ধুরাও শেষ বিদায় জানিয়েছেন দু’চোখে অশ্রু ঝরিয়ে। নৃশংসভাবে খুন হওয়া প্রযুক্তি-জিনিয়াস ফাহিম সালেহ (৩৩) এর দাফন সম্পন্ন হয়েছে নিউ ইয়র্কে।

এর আগে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সম্পন্ন হয় তার নামাজে জানাযা। স্থানীয় সময় গতকাল রোববার নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৮০ মাইল দূরের আল নূর মুসলিম সিমেটারি কবরস্তানে তাকে চিরশয্যায় শায়িত করা হয়।

ফাহিম সালেহ’র ফুফাতো ভাই আতাউর বাবুল জানান, করোনাজনিত পরিস্থিতিতে প্রশাসনের বিধি-নিষেধের কারণে কেবল পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও ফাহিমের কিছু স্কুল-বন্ধু দাফনকাজে অংশ নেয়। তবে জানাজায় অংশ নেয়ার ব্যাপারে আরও বহু মানুষ আগ্রহ প্রকাশ করলেও প্রশাসনিক বিধি-নিষেধের কথা বিবেচনায় রেখে তা সম্ভব হয়নি। তারপরও প্রায় ১২০ জনের মতো মানুষ উপস্থিত হয়।

প্রসঙ্গত, বাংলাদেশের জনপ্রিয় রাইডশেয়ারিং কোম্পানি পাঠাও এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ গত ১৩ জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটনে তার নিজ এপার্টমেন্টে খুন হন। হত্যার একদিন পর তার মৃতদেহ ইলেক্ট্রিক করাত দিয়ে কেটে কয়েক টুকরো করে খুনী। এদিন মৃতদেহের বিভিন্ন অংশ আলাদভাবে গার্বেজ ব্যাগে ভরে ওই ভবনেরই ময়লার সুড়ঙ্গে ফেলে দিতে চেস্টা করে। কিন্তু তার আগেই ফাহিমের খালাতো বোন মীরান চৌধুরী ওই এপার্টমেন্ট ভবনে পৌঁছে কলিং বেল বাজালে খুনী পেছনের দরজা ব্যবহার করে সিঁড়ি দিয়ে পালিয়ে যায়। ওইদিনই বিকেল বেলায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাহিম সালেহ’র খন্ড-বিখন্ড মৃতদেহ উদ্ধার করে। এরপর সর্বোচ্চ অগ্রাধিকারমূলক তদন্তে মাত্র তিনদিনের মধ্যেই খুনীকে চিহ্নিত এবং গ্রেফতার করে এনওয়াইপিডি।

Like
Like Love Haha Wow Sad Angry
11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *