fbpx
হোম জাতীয় ‘প্রবাসীদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে কয়েকটি দেশ’
‘প্রবাসীদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে কয়েকটি দেশ’

‘প্রবাসীদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে কয়েকটি দেশ’

0

বর্তমান করোনা পরিস্থিতিতে যেসব প্রবাসী শ্রমিকদের বৈধ কাগজপত্র নেই, তাদের দেশে ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশ। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। এই পরিস্থিতে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

একইসঙ্গে যেসব প্রবাসীরা বিদেশে কর্মহীন হয়ে পড়েছেন বর্তমান পরিস্থিতে তাদের আর্থিক সহায়তার ঘোষণাও দেওয়া হয়ে। করোনা পরিস্থিতে স্থবির গোটা বিশ্ব। এ অবস্থায় বিপাকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আন্ত:মন্ত্রণালয় বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রী।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জানানো হয়, যেসব শ্রমিকের বৈধ কাগজপত্র নেই এবং বিভিন্ন কারণে কারাগারে রয়েছেন তাদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সরকারকে চাপ দেয়া হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, আমরা কিছুটা চাপের মধ্যে আছি। তবে সব দেশই চাপের মধ্যে আছে। আমরা একটার পর একটা সমাধান করবো। যেসব দেশ বলেছে আমাদের লোক না নিলে তাদের আমরা সমস্যায় ফেলবো, তাদের কেসটাই আমরা আগে দেখবো।

যেসব প্রবাসী শ্রমিক বিদেশে কর্মহীন হয়ে পড়েছেন তাদের আর্থিক সহায়তা দিতে এরই মধ্যে একটি তহবিল গঠন করা হয়েছে। আলোচনা হচ্ছে ভিসার মেয়াদ শেষের বিষয়েও। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, আমরা ৪টি দেশের সাথে কথা বলেছি, তারা আমাদের নিশ্চয়তা দিয়েছে। চিকিৎসা ও থাকা-খাওয়ার জন্য আমরা ফান্ড পাঠিয়েছি।

বর্তমানে বিশ্বের ১৭০টি দেশে বৈধভাবে ১ কোটি ৩০ লাখ বাংলাদেশি প্রবাসীকর্মী কর্মরত রয়েছেন।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *