fbpx
হোম রাজনীতি প্রধানমন্ত্রীর এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশনঃ ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রীর এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশনঃ ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীর এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশনঃ ওবায়দুল কাদের

0

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতি, মাদক, সন্ত্রাস,টেন্ডারবাজি, ভূমি দখলবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে শুদ্ধি অভিযান শুরু করেছেন। আগে তিনি নিজের দল পরিস্কার করছেন। তারপর বাইরে শুরু করবেন।

দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, ভূমি দস্যু, মাদকজীবী যে দল, সংগঠন বা যে পরিচয়ের হোক না কেন কারো এ বিষয়ে নেত্রীর অবস্থান অত্যন্ত স্পষ্ট। নিজের লোকদেরকে শায়েস্তা করার সৎ সাহস যার আছে তিনিই শেখ হাসিনা। সকলের খোঁজ খবর নেয়া হচ্ছে। সময় হলে বুঝতে পারবেন। দেশব্যাপী নেটের জাল বিছানো হয়েছে। চিহ্নিত ভূমিদস্যু, মাদকজীবী, সন্ত্রাসী সাবধান হয়ে যান। বার বার বলছি সাবধান হয়ে যান। এ্যাকশন শুরু হয়ে গেছে । মাননীয় প্রধানমন্ত্রীর এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন।

আজ ২৭ অক্টোবর দুপুরে নগরীর পাঁচলাইশস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় ৬ সাংগঠনিক জেলা চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়। যখন ক্ষমতা থাকবে না তখন কোথায় পালাবেন? তাই তৃনমূল নেতাকর্মীদের কাছে থাকুন। উন্নয়নের সাথে আচরণ সমন্বয় না হলে কখনোই শতভাগ সফলতা আসে না।

সভায় বিশেষ অতিথী তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি সভায় আগামী ২৪ নভেম্বর খাগড়াছড়ি, ২৫ নভেম্বর রাঙামাটি, ২৬ নভেম্বর বান্দরবান ও ৩০ নভেম্বর চট্টগ্রাম জেলার সম্মেলন এবং ১১ নভেম্বর চট্টগ্রাম মহানগরের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *