fbpx
হোম অন্যান্য প্রত্যাবাসন কমিশনার ও ২ রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ প্রত্যাহার
প্রত্যাবাসন কমিশনার ও ২ রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ প্রত্যাহার

প্রত্যাবাসন কমিশনার ও ২ রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ প্রত্যাহার

0

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম ও দুই ক্যাম্প ইনচার্জকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আবুল কালামকে নতুন দায়িত্বে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে স্থানান্তর করেছে সরকার। সোমবার এসব সিদ্ধান্ত নেয়া হয়।

২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার পদে গত দায়িত্ব পালন করে আসছিলেন। আবুল কালাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৯১ সনে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন ক্যাডার)-এ যোগদান করেন।

এদিকে, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত উখিয়ার কুতুপালং ৪ ও ৫ নম্বর ক্যাম্পের ইনচার্জ শামিমুল হক পাভেল (উপসচিব-১৫৮১০) এবং টেকনাফের নয়াপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের ইনচার্জ আবদুল ওয়াহাব রাশেদ (সিনিয়র সহকারী সচিব-১৬২৩৫) কে বদলী করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ কর্তৃক গত ১ সেপ্টেম্বর স্বাক্ষরিত ৭০১ এবং ৭০২ নম্বর স্মারকে এ পৃথক দু’টি বদলী প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ বদলী করা হয়।

সূত্র জানায়, শামিমুল হক পাভেল’কে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি রপ্তানি প্রকল্পের উপ পরিচালক এবং আবদুল ওয়াহাব রাশেদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপ পরিচালক হিসাবে বদলী করা হয়ছে।
জানা যায়, বদলীকৃত সিআইসি শামিমুল হক পাভেলের বিরুদ্ধে গত ২৫ আগস্ট অনুষ্ঠিত রোহিঙ্গা শরনার্থী সমাবেশের অনুমতি দেয়ার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগ উঠেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *