fbpx
হোম অন্যান্য পোস্টার দিয়ে ঢাকা পড়েছে ভাষা সৈনিকের নামফলক !
পোস্টার দিয়ে ঢাকা পড়েছে ভাষা সৈনিকের নামফলক !

পোস্টার দিয়ে ঢাকা পড়েছে ভাষা সৈনিকের নামফলক !

0

সড়কটি সিএনজি, রিকশাচালক, পথচারী ও বাসিন্দাদের কাছে ধানমন্ডি ১৫ নম্বর সড়ক নামে পরিচিত। মূল রাস্তায় ধানমন্ডি ১৫ নম্বর বাসস্ট্যান্ড।

ভাষা সৈনিক বিচারপতি আবদুর রহমান চৌধুরী সড়কের নামফলকটি বিভিন্ন পোস্টারের কারণে নামফলক ঢাকা পড়ে গেছে ।

প্রায় ১৩ বছর আগে ধানমন্ডি ১৫ নম্বর ওয়ার্ড এলাকার ১০টি সড়ক ভাষা সৈনিকদের নামে নামকরণ করা হয়। পরিচিতির জন্য এসব সড়কের প্রবেশমুখে ওই সময় নামফলকও বসানো হয়। সময়ের সঙ্গে সঙ্গে এসব নামফলক আড়ালে পড়ে গেছে। আবার থাকলেও সেগুলোতে পোস্টার সাঁটানো রয়েছে। কোনোটাতে বিভিন্ন রঙ দিয়ে লেখা থাকায় নামফলকের লেখা বোঝার কোনো উপায় নেই। তাছাড়া এসব নামফলক নিয়মিত সংস্কারও করা হচ্ছে না।

জানতে চাইলে গবেষক, ইতিহাসবিদ ও লেখক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ভাষাসৈনিকদের নামে সড়কের নামকরণ করা হয়েছে বিষয়টি অবশ্যই ভালো। আর নামফলকের যে সমস্যার কথা বললেন এসব সমস্যাসহ সিটির অন্য সমস্যা সমাধানের জন্যই দুটো সিটি করপোরেশন করা হয়েছে কিন্তু সমাধান হয়নি। নামফলক পোস্টারে ঢেকে যাওয়া কিংবা অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাওয়া কোনোটিই প্রত্যাশিত নয়, এটা সিটি করপোরেশনের দায়িত্বহীনতার কারণে হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা বলেন, যদি কোনো সড়কের নামফলকে পোস্টার থাকে তা অপসারণ করা হবে। আর যাতে ভবিষ্যতে কেউ পোস্টার না লাগাতে পারে সে ব্যাপারেও আমরা তদারকি করবো।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *