fbpx
হোম রাজনীতি পুলিশের লাঠিপেটার প্রতিবাদে আজ বিক্ষোভ
পুলিশের লাঠিপেটার প্রতিবাদে আজ বিক্ষোভ

পুলিশের লাঠিপেটার প্রতিবাদে আজ বিক্ষোভ

0

আধা-বেলা হরতালের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা। হরতাল চলাকালে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ২৯ মার্চ বিকেল ৪টায় রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ-সমাবেশ করবে দলটি।

সোমবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর দাবিতে আজ বাম গণতান্ত্রিক জোট অর্ধদিবস হরতাল পালন করে। হরতাল চলাকালে বেলা ১১টার দিকে নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। এর প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

এদিকে হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে ভোর ৬টার দিকে মিছিল বের করেন সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। পরে তারা পল্টন মোড়ে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *