fbpx
হোম অন্যান্য পুলিশকে ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সে পলায়ন; দেখা দিলো করোনার লক্ষণ
পুলিশকে ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সে পলায়ন; দেখা দিলো করোনার লক্ষণ

পুলিশকে ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সে পলায়ন; দেখা দিলো করোনার লক্ষণ

0

রাজধানী ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বাগেরহাটে আসা একই পরিবারের ৫ জনসহ ছয় জনকে নেওয়া হয়েছে সদর হাসপাতালের আইসোলেশনে।

বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের কোদলা গ্রামের বাড়িতে আশ্রয় নেওয়া নারী-শিশুসহ ওই পরিবারটির সকল সদস্যের শরীরে উচ্চমাত্রার জ্বরসহ করোনার উপসর্গ থাকায় তাদের শনিবার দুপুরে সদর হাসপাতারের আইসোলেশনে নেওয়া হয়েছে।

একই সাথে হাসপাতালে ভর্তি থাকা বসন্ত পাল (৭০) নামে এক বৃদ্ধকেও আইসোলেশনে নেওয়া হয়েছে।বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি একই পরিবারের পাঁচ সদস্যরা হলেন, বাবুল খান (৪৮), রেজাউল খান (৪৫), মনজিল বেগম (৩৫), তানজিলা বেগম (২৫) ও শিশু তামিম (৫)।

বাগেরহাট মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, লকডাউনের পর রাজধানী ঢাকা থেকে পালিয়ে বাগেরহাট গ্রামের বাড়িতে আসা একই পরিবারের ৫ জনসহ ৬ জনকে আজ শনিবার দুপুরে সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। তাদের প্রত্যেতের শরীরে উচ্চমাত্রার জ্বরসহ করোনার উপসর্গ রয়েছে।

তাদের ৬ জনের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *