fbpx
হোম আন্তর্জাতিক পুতিনের গার্লফ্রেন্ড’কে বহিষ্কার
পুতিনের গার্লফ্রেন্ড’কে বহিষ্কার

পুতিনের গার্লফ্রেন্ড’কে বহিষ্কার

0

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর গতকাল সোমবার (২১ মার্চ) পর্যন্ত টানা ২৬ দিনের মত চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর প্রেক্ষিতে অনলাইন ভিত্তিক ক্যাম্পেইন সাইট চেঞ্জ ডট অর্গ- এ সাবেক এক জিমন্যাস্টকে লক্ষ্য করে পিটিশন চালু হয়েছে। দাবি করা হয়েছে, তিনি পুতিনের ‘প্রেমিকা’।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের আবেদনকারীরা দাবি করছেন সুইজারল্যান্ড যেন এই নারীকে বহিষ্কার করে। বলা হয়েছে, পুতিনের এই ‘প্রেমিকা’ তিন সন্তানসহ দেশটির বিলাসবহুল এক ভিলায় লুকিয়ে আছেন।

৩৮ বছর বয়সী সাবেক এই জিমন্যাস্ট আলিনা কাবায়েভা, তিনি অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী। দ্য গার্ডিয়ানসহ আরও বেশকিছু প্রকাশনা দাবি করেছে আলিনা পুতিনের গার্লফ্রেন্ড। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি বলে খবরে বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পিটিশন শুরু হওয়ার এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি স্বাক্ষর পরেছে।

পিটিশনে বলা হয়েছে, চলমান যুদ্ধ সত্ত্বেও সুইজারল্যান্ড পুতিন সরকারের এক দোসরকে আশ্রয় দিয়ে চলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির প্রতিনিধিত্বকারী হিসেবে কাবায়েভা ছয় বছর এমপি ছিলেন।

এছাড়া সাত বছরের বেশি সময় ধরে তিনি দেশটির ন্যাশনাল মিডিয়া গ্রুপের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডেইলি মেইলের মতে, পুতিনের এই কথিত প্রেমিকা বছরে প্রায় 8 মিলিয়ন পাউন্ড বেতন পাচ্ছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *