fbpx
হোম অন্যান্য পিসি বক্স গার্ডার ব্রীজ: হতে পারে বিনোদনের আকর্ষণীয় স্পট
পিসি বক্স গার্ডার ব্রীজ: হতে পারে বিনোদনের আকর্ষণীয় স্পট

পিসি বক্স গার্ডার ব্রীজ: হতে পারে বিনোদনের আকর্ষণীয় স্পট

0

ময়মনসিংহে গফরগাঁও উপজেলার সালটিয়া-হাজিগঞ্জ দেওয়ানগঞ্জ বাজার সড়কে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর ৮১০ মিটার পিসি বক্স গার্ডার ব্রীজ  হয়ে উঠেছে বিনোদনের প্রাণকেন্দ্র।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২রা নভেম্বর গার্ডার ব্রীজের উদ্বোধন করেন । উদ্বোধনের পর থেকেই এই ব্রীজ এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য উপভোগ করার জন্য  প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে।

মানুষের আগমনকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে নানা ধরনের দোকানপাট। রয়েছে  বাচ্চাদের খেলনা ও ফুচকার দোকান, ঘোড়াদৌড়, নৌকা ভ্রমণসহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা।

ভাষা শহীদ আব্দুল জব্বার প্রতিবন্ধী বিদ্যানিকেতনও এখানে। ২০১৭ সালে সাংবাদিক মাজহারুল হক বিদ্যানিকেতনটি প্রতিষ্ঠা করেন। সবমিলিয়ে এখানকার বিকেলের পরিবেশটা থাকে উৎসবমুখর।

কিন্তু  এখানে নিরাপত্তার ব্যবস্থা একেবারে নেই বললেই চলে। বখাটের উৎপাতে অতিষ্ট হতে হয় অনেক সময়। এলোমেলোভাবে বাইক রাখার কারণে রাস্তায় সৃষ্টি হয় যানজটের । ফলে সাধারণ মানুষ সময়মত গন্তব্যে পৌঁছতে পারে না। ঘটে ছিনতাইয়ের ঘটনাও।

স্থানীয়রা মনে করেন, প্রশাসনের সহযোগিতায় এখানকার নিরাপত্তা জোরদারের মাধ্যমে সমস্যার সামাধান করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে এই স্থানটি পর্যটন শিল্প হিসেবে পরিচিতি লাভ করবে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *