fbpx
হোম অন্যান্য পাটগ্রামে আবারও ইউএনও প্রত্যাহার, ২ বছরে বদলি ৩ জন !
পাটগ্রামে আবারও ইউএনও প্রত্যাহার, ২ বছরে বদলি ৩ জন !

পাটগ্রামে আবারও ইউএনও প্রত্যাহার, ২ বছরে বদলি ৩ জন !

0

লালমনিরহাট’র পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহারকে যোগদানের ৬ মাসের মধ্যে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

পাটগ্রাম উপজেলা থেকে প্রত্যাহার করে ভূমি মন্ত্রণালয়ের অধীনে জামালপুর ইনচার্জ করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে।

এদিকে কামরুন নাহার তিন দিনের ছুটিতে নিজ বাড়ী গাজীপুরে গেছেন। ফিরে আসার আগেই বদলির আদেশ হওয়ায় আগামী শনিবার পাটগ্রাম এসে যে কোন সময় বদলি ঠিকানায় যেতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে পাটগ্রাম উপজেলার পার্শ্ববতী উপজেলা হাতীবান্ধায় একই সময়ে সামিউল আমিন এবং পাটগ্রামে আব্দুল করিম উপজেলা ইউএনও হিসেবে যোগদান করেন। আব্দুল করিম প্রায় ১ বছর দায়িত্ব পালন শেষে বদলি হন ঠাকুরগাঁও’র হরিপুরে। এরপর দিনাজপুর নবাবগঞ্জ থেকে পাটগ্রামে আসেন ইউএনও মশিউর রহমান। তিনিও ৬ মাস পর বদলি হয়েছিলেন প্রথমে রাজশাহী এরপর চাপাইনবাবগঞ্জের সোনাহাট উপজেলা ইউএনও হিসেবে। মশিউর রহমান যাওয়ার পর পাটগ্রামের দায়িত্বে ছিলেন হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন।

এরপর ৫ মাস দায়িত্ব পালন করেন এসিল্যান্ড দিপক কুমার দেব শর্মা। তিনিও প্রমোশন পেয়ে চলে যান কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে।সর্বশেষ আসেন কামরুন নাহার। এবার তিনিও বদলি হলেন মাত্র ৬ মাসের মধ্যে।অর্থাৎ হাতীবান্ধায় একজন দায়িত্বে থাকাকালে পাটগ্রামে বদলি হলেন তিনজন।

পাটগ্রামে একজনও অদৃশ্য কোন ক্ষমতার কারণে টিকতে পারছেন না এমন প্রশ্নই এখন সচেতন মহলে। এই উপজেলায় কেউ আসতে চান না এমন গুজবও রয়েছে। এর আগে পাটগ্রামে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, দিনাজপুর থেকে মোস্তাফিজুর রহমান ও লালমনিরহাট সদর থেকে জয়ন্তী রায় কে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দিলে তারা কেউই এখানে আসতে চাননি বলেও একাধিক সূত্রে তা জানা যায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *