fbpx
হোম রাজনীতি জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত আসছে…
জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত আসছে…

জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত আসছে…

0

জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করা হবে কি না-সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে খুব শিগগিরই।

এ প্রসঙ্গে জামুকা থেকে নির্বাচিত তদন্ত কমিটির প্রধান মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন। এ ধরনের ব্যক্তি খেতাবধারী থাকবেন তা হয় না। এ কারণেই তার রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।

এর আগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। স্বাধীনতার প্রায় ৫০ বছর পর জিয়াউর রহমানের খেতাব বাতিল হলে তাদের সব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাও বাতিল হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *