fbpx
হোম জাতীয় পাখির ধাক্কায় ‘ময়ূরপঙ্খী’ জরুরি অবতরণ করল
পাখির ধাক্কায় ‘ময়ূরপঙ্খী’ জরুরি অবতরণ করল

পাখির ধাক্কায় ‘ময়ূরপঙ্খী’ জরুরি অবতরণ করল

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ‘বার্ড হিটে’ (পাখির আঘাত) জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী। সিঙ্গাপুরগামী এ উড়োজাহাজে হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইট নাম্বার বিজি ০৮৪ সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করে। কিন্তু পাখির আঘাতে তা ৯টা ২০ মিনিটে জরুরি অবতরণ করে। পরে সব যাত্রীকে সাড়ে ১০টার একটি বিশেষ এয়ার ক্রাফটে সিঙ্গাপুর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

গণমাধ্যমকে তাহেরা খন্দকার বলেন, ‘বার্ড হিট করায় উড়োজাহাজটি ফিরে এসেছে এবং পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানের হ্যাঙ্গারে পাঠানো হয়েছে। ফ্লাইটে ১৪৫ জন ইকোনমিক ও  ১১ জন বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন।’ এ ছাড়া, বিমানটিতে সাতজন ককপিক ও কেবিন ক্রু ছিলেন বলে তিনি জানান।

এর আগে গত ৩ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী একটি উড়োজাহাজ একই কারণে জরুরি অবতরণ করে। উড্ডয়নের পর পাখির সঙ্গে ধাক্কা লাগায় উড়োজাহাজটি জরুরি অবতরণ করে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *