fbpx
হোম আন্তর্জাতিক পাক- ভারত যুদ্ধের কূটনৈতিক উদ্যোগ কোন পথে?
পাক- ভারত যুদ্ধের কূটনৈতিক উদ্যোগ কোন পথে?

পাক- ভারত যুদ্ধের কূটনৈতিক উদ্যোগ কোন পথে?

0

আকাশ পথে যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও অবতীর্ণ হয়েছে ভারত ও পাকিস্তান। গত বেশ কিছু দিন ধরে মার্কিন যুক্তরাষ্টের সাথে সুসম্পর্ক নেই পাকিস্তানের। সে সুযোগটি নিতে চাইছে ভারত। ভূ-রাজনৈতিক কারণে চীন-পাকিস্তানের সুসম্পর্ক ঐতিহাসিক এবং গভীর। এটিকেও আমেরিকার সামনে সবসময় একটি দৃশ্যমান এন্টি আমেরিকান মুলা হিসেবে প্রদর্শন করে ভারত।

ভারত-পাকিস্তানের চলমান সীমিত যুদ্ধে কূটনৈতিক তৎপরতা ক্রমেই জোরালো হচ্ছে। আর কূটনৈতিক তৎপরতা যুদ্ধকে কেবল নিবৃত করে বিষয়টি এমন নয়; বরং কখনো- কখনো যুদ্ধকে আরো ব্যাপক ও জটিল করতে উৎসাহ যোগায়। আবার যুদ্ধরত পক্ষদ্বয়কে তাদের স্ব-স্ব মিত্র রাষ্ট্র কর্তৃক সমর্থন দেবার অর্থ সবসময় যুদ্ধকে উসকানো নয়, বরং প্রতিপক্ষকে নিবৃত করারও একটি কৌশল।

গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাবের বিপরীতে অনড় ভারত। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থায় আলোচনার আহ্বান জানিয়ে ‘ভুল’না করার কথা বলেছিলেন তিনি। বলেছিলেন, ভারতের শুভবুদ্ধির উদয় হবে বলে তিনি আশাবাদী।

নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব

ইমরান খানের প্রস্তাবে সাড়া না দিয়ে গতকাল নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমশিনার সৈয়দ হায়দার শাহকে তলব করে ভারত। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। ভারত জানিয়ে দিয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় যে বিমান হামলা বা আকাশপথে যুদ্ধ হচ্ছে তা আগ্রাসী কর্মকাণ্ডের ফল। ভারত বলতে চাইছে, পাকিস্তান আগ্রাসী অবস্থান নেয়ার কারণে ওই নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের মধ্যে আকাশপথের লড়াই চলছে। ভারতের এমন অবস্থানে লড়াই আরো তীব্র হয়ে উঠতে পারে।

  ওআইসি সম্মেলন বর্জনের  হুমকি পাকিস্তানের

পাকিস্তানের ডন অনলাইনে আজ বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন বর্জন করার হুমকি দিয়েছে পাকিস্তান। আসন্ন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অতিথি করা হলে ওই অনুষ্ঠান বর্জন করা হবে বলে ওআইসিকে জানিয়েছে দেশটি।

ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল-ওথাইমানকে লেখা এক চিঠিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, পাকিস্তান ইউনাইটেড আরব আমিরাতকে (ইউএই) ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ প্রত্যাহার করতে বলেছে। পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতের বিমান হামলা চালানোর পর এই অঞ্চলের বিপন্ন নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর দিতে ওআইসিকে আহ্বান জানিয়েছে দেশটি।

পাকিস্তানকে সমর্থন দেবে তুরস্ক

গতকাল পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধমে প্রকাশ, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলুর সঙ্গে কথা বলেছেন। তিনি পাকিস্তানের পক্ষে থাকবেন বলে জানিয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের দাবী

ভারতের কূটনৈতিক তৎপরতার ফলে জইশ -ই মুহাম্মদ নেতা মাসুদ আজাহারকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গ্লোবাল টেরর বা বিশ্ব জঙ্গি ঘোষণার দাবি আরও জোরাল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন এবং ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিজেদের আবেদন জানিয়েছে। গতকাল থেকে দশ দিনের মধ্যে মাসুদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরিষদ।

ভরাত মনে করে, এই প্রস্তাব  পাশ হয়ে  গেল  গ্লোবাল টেররিস্ট  তালিকায় নাম  যুক্ত হবে মাসুদ আজাহারের।  এই তিন রাষ্ট্র আবেদন করায় দাবি আরও জোরাল হল। এই রাষ্ট্রগুলি রাশিয়াকেও পাশে পাবে বলে  মনে করা  হচ্ছে। তার কারণ রাশিয়া অতীতে এই দাবিকে  সমর্থন করেছে। উল্লেখ্য, বিগত তিন বছর ধরে  চীনের আপত্তিতেই  মাসুদ আজাহারকে জাতিসংঘ  ঘোষিত জঙ্গি-র তকমা দেওয়া  যাচ্ছে না।

মাসুদ আজহারকে যদি গ্লোবাল টেররস্টি হিসেবে তকমা দেয়া যায়, তখন ভারত জঙ্গি নিধনের নাম দিয়ে তার মিত্রদের সঙ্গে নিয়ে পাকিস্তানে হামলা করার পথ  খুঁজবে। সুতরাং এই কূটনৈতিক তৎপরতার দীর্ঘ মেয়াদি কৌশল লক্ষনীয়।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *