fbpx
হোম আন্তর্জাতিক মোদি চোর, নাকি দালাল?

মোদি চোর, নাকি দালাল?

0

ভারতে কংগ্রেসের সভপাতি রাহুল গান্ধী প্রথম যখন রাজনীতিতে পা রাখেন, তৎকালীন বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী রাহুলকে লক্ষ্য করে বলেছিলেন ‘পলিটিক্স বাচ্চু কি খেল নেহী’’ বা রাজনীতি বাচ্চাদের খেলা নয়।  মিডিয়া প্রতিক্রিয়া জানতে চাইলে রাহুল বলেছিলেন, ‘আমার পারিবারিক ঐতিহ্য অনুযায়ী নোংরা কথার কোন জবাব দেবনা’। আর বর্তমানে রাজনীতিতে রাহুল বেশ সময় পার করে এসে প্রধানমন্ত্রী মোদিকে ‘চোর’ এবং ‘দালাল’ আখ্যা দিতেও পিছপা হচ্ছেন না!

আজ মঙ্গলবার লক্ষ্ণৌয়ে রোড শো করে দিল্লি ফিরে এক  সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, অনিল আম্বানিদের হয়ে দালালি করছেন মোদি। রাফাল সাধারণ কোনো দুর্নীতি নয়, এটি দেশদ্রোহের সমতুল্য।

উল্লেখ্য, মঙ্গলবার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাফাল চুক্তির কথা ঘোষণার দুই সপ্তাহ আগে ফ্রান্সের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জঁ ইয়েভস লে দ্রিয়ঁর সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় শিল্পপতি অনিল আম্বানি। সেটা ছিল ২০১৫ সালের মার্চ মাসের শেষ সপ্তাহ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্তারা। বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রীর শিল্প উপদেষ্টা ক্রিস্তাফে সালোমন এয়ারবাস হেলিকপ্টার্স সংস্থাকে ই-মেইল করে সব জানিয়ে চুক্তি যে হচ্ছে সে বিষয়ে আশ্বস্ত করেছিলেন। ই-মেইল এ লেখা হয়েছিল, ‘অল্প নোটিশে গুরুত্বপূর্ণ গোপনীয় ওই বৈঠক হয়েছে। সব বিষয়ে সবিস্তারে কথা হয়েছে।’ তাতে আরও বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী খুব শিগগিরই ফ্রান্স সফরে আসছেন। সেখানে এই সংক্রান্ত একটা অনুচুক্তি সই হবে।

ওই বৈঠকের দু-এক দিনের মধ্যেই অনিল আম্বানির ‘রিলায়েন্স ডিফেন্স’ সংস্থার জন্ম। বৈঠক শেষ হলেও অনিল ফ্রান্সে থেকে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের সঙ্গী হন তিনি। ৯ থেকে ১১ এপ্রিলের সেই সফরেই মোদি ৩৮টি রাফাল বিমান কেনার কথা ঘোষণা করেন।

রাহুল সংবাদ সম্মেলনে ওই ই-মেইলের প্রতিলিপি তুলে ধরে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, মোদি যে অনিল আম্বানির হয়ে দালালি করেছেন সেটাই প্রমাণিত হলো।

উল্লেখ্য, রাফাল দুর্নীতিতে এতদিন মোদীকে ‘চোর’ বলে উল্লেখ করতেন রাহুল গান্ধি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *