fbpx
হোম আন্তর্জাতিক পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ !
পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ !

পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ !

0

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘পশতুন ঐক্য মার্চ’ নামের এ বিক্ষোভে হাজার হাজার পশতুন অংশ নিয়েছে।

সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর পুনরায় উত্থানের নিন্দা ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের দাবি জানাতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে নিখোঁজ ব্যক্তিদের আদালতে হাজির করার দাবি জানানো হয়।

ভারতীয় গণমাধ্যম ডেইলি হান্টের খবরে বলা হয়, ‘পশতুন লং মার্চ’ একটি প্রতিবাদ আন্দোলন। এর নেতৃত্বে রয়েছেন পশতুন তরুণরা।

মিছিলকারীরা তাদের এলাকায় সেনা প্রশ্রয়ে সন্ত্রাসী গ্রুপগুলো আবার তৎপর হওয়ার নিন্দা জানায়। দীর্ঘদিন ধরে যেসব পশতুন নিখোঁজ তাদের অবিলম্বে আদালতে হাজির করার দাবিতেও তারা স্লোগান দিয়েছে। পশতুন তরুণরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, নিরাপত্তা বাহিনী তাদের এলাকার লোকজনকে অপহরণ করছে, এলাকা ছাড়া এবং ভীতির সঞ্চার করছে।

বিক্ষোভ মিছিলকে সফল দাবি করে এতে যারা অংশ নিয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছে আয়োজক পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম)। ভুয়া এনকাউন্টার, জোর করে তুলে আনা, মারধর, অপহরণ ইত্যাদি যেসব অপরাধ মিলিটারি করে থাকে সেগুলো জনসমক্ষে তুলে ধরার কাজের জন্য স্বনামখ্যাত সংগঠন পিটিএম।

পিটিএম নেত্রী নার্গিস আফসিন খট্টক টুইটারে এক বার্তায় লেখেন, সফল বিক্ষোভের জন্য অভিনন্দন! মুষ্টিবদ্ধ হাত উত্তোলনকারী সংগ্রামী জনগণকে লাল সালাম!

অপর একজন টুইটারে লেখেন, হাজার হাজার পশতুন বিক্ষোভ মিছিল করলো। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তুলল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসানের দাবিতে মুখর হলো। এত বড় ঘটনা। কিন্তু পাকিস্তানের মিডিয়া একেবারে বোবা !

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *