fbpx
হোম আন্তর্জাতিক পরীক্ষা সবে শুরু হলো : তালেবান
পরীক্ষা সবে শুরু হলো : তালেবান

পরীক্ষা সবে শুরু হলো : তালেবান

0

আফগান রাজধানীতে প্রবেশ এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ গ্রহণের পর তালেবানের অন্যতম শীর্ষ নেতা বলেছেন, শাসন পরিচালনা করার আসল পরীক্ষা সবে শুরু হলো।

তালেবানের রাজনৈতিক ব্যুরোর প্রধান মোল্লা গনি বারাদার রোববার এক ভিডিও বিবৃতিতে বলেন, আফগানদের প্রত্যাশা পূরণ এবং তাদের সমস্যাগুলোর সমাধানের মধ্যেই পরীক্ষা শুরু হবে।

আল জাজিরা তালেবান নেতাদের বিশেষ ফুটেজ পাওয়ার দাবি করেছে। এতে দেখা যায়, তালেবান নে তারা সশস্ত্র যোদ্ধাদের পরিবেষ্টিত অবস্থায় মিডিয়ায় কথা বলছেন।

প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে তারা প্রাসাদে প্রবেশ করেন। গনি বলেছেন, তিনি রক্তপাত এড়াতে দেশ থেকে সরে গেছেন।
ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তবে তিনি কোথায় গেছেন, তা জানাননি।

তিনি বলেন, তালেবান তাদের তরবারি ও বন্দুকের জোরে জিতেছে। তারা এখন তাদের দেশের জনগণের সম্মান, সম্পত্তি ও জীবন রক্ষার দায়িত্বপ্রাপ্ত।

রোববার আরো আগের দিকে প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে চলে যান। কিছু রিপোর্টে তিনি তাজিকিস্তান চলে গেছেন বলে বলা হয়েছে।

তবে প্রেসিডেন্ট প্রাসাদে এখন আসলে পরিস্থিতি কী- তা স্পষ্ট নয়।

স্থানীয় সাংবাদিক বিলাল সারওয়ারি জানাচ্ছেন, তালেবানের সাথে মতৈক্য হয়েছিল যে গানি প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানে যোগ দেবেন– কিন্তু তার পরিবর্তে তিনি ও তার সহযোগীরা দেশ ত্যাগ করেন।

সহযোগীরা বলেন, প্রাসাদের কর্মচারীদের চলে যেতে বলা হয়, এবং এর পর প্রাসাদটি জনশূন্য অবস্থায় পড়ে থাকে।

সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেননি।

কাবুল বিমানবন্দর এলাকায় গোলাগুলি
কাবুল বিমানবন্দর এলাকায় গোলাগুলির খবর পাওয়া গেছে। মার্কিন দূতাবাসের এক নিরাপত্তা সতর্কবার্তায় একথা বলা হয়।

কর্মকর্তারা ওই এলাকায় থাকা মার্কিন নাগরিকদের আশ্রয় নেবার নির্দেশ দিয়ে বলেছেন, কাবুলে নিরাপত্তা পরিস্থিতির অতি দ্রুত পরিবর্তন হচ্ছে।

এর কিছু আগে বিবিসি’র সংবাদদাতা ইয়ালদা হাকিমকে সরাসরি টিভি সম্প্রচার চলার মধ্যেই যোগাযোগ করেন তালেবান আলোচক সুহায়েল শাহীন।

তিনি বলেন, তারা আফগান জনগণকে ও বিশেষ করে কাবুলে বাসিন্দাদের নিশ্চয়তা দিচ্ছেন যে তাদের জানমাল নিরাপদ থাকবে এবং কারো ওপর কোন প্রতিশোধ নেয়া হবে না।

শাহীন তালেবানকে দেশ ও জনগণের সেবক বলে উল্লেখ করেন।
সূত্র : আল জাজিরা ও বিবিসি

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *