fbpx
হোম আন্তর্জাতিক পরীক্ষামূলকভাবে করোনার ভ্যাকসিন প্রদান
পরীক্ষামূলকভাবে করোনার ভ্যাকসিন প্রদান

পরীক্ষামূলকভাবে করোনার ভ্যাকসিন প্রদান

0

যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন প্রদান। করোনার ভ্যাকসিন নিয়েছেন ৪ নাগরিক। কেপিডাব্লিউআরআইয়ে (কেইসার পারমানেন্ট রিসার্চ ইনস্টিটিউট) প্রথম স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) প্রথম এই ভ্যাকসিন দেওয়া হয়। প্রথমবারের মতো সিয়াটলে এই ভ্যাকসিন নিয়েছে জেনিফার হেলারসহ আরো ৪ জন নাগরিক।

এমআরএনএ ১২৭৩( mRNA 1273) নামের ভ্যাকসিন প্রথমবারের মতো দেওয়া হয়েছে জেনিফার হেলারসহ আরো ৩ জনের শরীরে। পেশায় ৪৩ বছর বয়সী জেনিফার একটি প্রকৌশলী কোম্পানীর ম্যানেজার, আরেকএকজন ৪৬ বছর বয়সী প্রকৌশলী, আরেকজন ২৫ বছর বয়সী ইন্ডিপেনডেন্ট গ্লোবাল হেলথ রিসার্চ সেন্টারের এডিটরিয়াল কো অর্ডিনেটর। ভ্যাকসিন নেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ওই চারজন নাগরিক।

জেনিফারের মতে, করোনার ভ্যাকসিন অন্যান্য ফ্লু ভ্যাকসিনের মত ব্যাথা সৃষ্টি করে না।  কেপিডাব্লিউআরআই (কেইসার পারমানেন্ট রিসার্ড ইনস্টিটিউট) এ প্রথম স্থানীয় সময় সোমবার প্রথম এই ভ্যাকসিন দেওয়া হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *