fbpx
হোম অন্যান্য চট্টগ্রাম রেড ক্রিসেন্টের মুজিব শতবর্ষ উদযাপন
চট্টগ্রাম রেড ক্রিসেন্টের মুজিব শতবর্ষ উদযাপন

চট্টগ্রাম রেড ক্রিসেন্টের মুজিব শতবর্ষ উদযাপন

0

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যৌথ আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ব্যবস্থাপনায় দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আন্দরকিল্লাস্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে সম্পন্ন হয়।

দিবসের তাৎপর্য কে তুলে ধরে যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে সস্পন্ন হওয়া আলোচনা সভা ,দোয়া মাহফিল ও শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম, বিশেষ অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আবদুল জব্বার, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী নূরুল আনোয়ার চৌধুরী বাহার, সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার আবদুর রশীদ খানসহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ও কর্মকর্তাবৃন্দ ।

সভায় প্রধান অতিথি ডাঃ শেখ শফিউল আজম তার বক্তব্যে বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের তাঁর আর্দশকে ধারণ করে জাতির প্রতিকূল সময়ে যুব স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত হয়ে সাহসিকতার সাথে জাতির ক্রান্তিলগ্নে কাজ করতে হবে। সভাপতি এম. এ ছালাম বলেন, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ও সিটি সব সময় যৌথভাবে কাজ করে। বঙ্গবন্ধু একটি অনুপ্রেরণার নাম। এ অনুপ্রেরণা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহস যোগায়।

অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল শিশু নিকেতনের শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সভার শেষ পর্যায়ে বিশ্ববাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
31

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *