fbpx
হোম আন্তর্জাতিক পরমাণু অস্ত্র তৈরীতে ভয়াবহ হয়ে উঠছে ইরান !
পরমাণু অস্ত্র তৈরীতে ভয়াবহ হয়ে উঠছে ইরান !

পরমাণু অস্ত্র তৈরীতে ভয়াবহ হয়ে উঠছে ইরান !

0

সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। সমৃদ্ধকরণের এই মাত্রা পরমাণু অস্ত্র তৈরির ধাপ থেকে মাত্র এক কদম দূরে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ ইরানের এই ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দেশটির ফরদো পরমাণু কেন্দ্রে এই সমৃদ্ধকরণ শুরু হবে। অবশ্য কবে থেকে এটি শুরু হবে তা জানায়নি ইরান।

উল্লেখ্য, ২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে চুক্তি ভঙ্গ শুরু করে ইরান। তবে তেহরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা চুক্তিতে ফিরতে পারে। অবশ্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, শপথ নেওয়ার পর তিনি পরমাণু চুক্তি পর্যালোচনা করবেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *