fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা পরবর্তী কর্মসূচি আন্দোলন শিথিলের পর সিদ্ধান্ত
পরবর্তী কর্মসূচি আন্দোলন শিথিলের পর সিদ্ধান্ত

পরবর্তী কর্মসূচি আন্দোলন শিথিলের পর সিদ্ধান্ত

0

আবরার হত্যার প্রতিবাদে ১৩ ও ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন দু’দিন স্থগিত করা হলেও পরবর্তী সিদ্ধান্ত আসবে এই দু’দিনের পরিস্থিতির উপড়।

মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিও মেনে নিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।
এ ব্যাপারে শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দাবিগুলো হলো,
১. হত্যাকাণ্ডে জড়িত সবাইকে সাময়িক বহিষ্কার করা হবে।

২. অভিযোগপত্রে যাদের নাম আসবে, তাদের স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

৩. আবরার হত্যা মামলার সকল খরচ বুয়েট প্রশাসন বহন করবে এবং তার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে বুয়েট প্রশাসন বাধ্য থাকবে।

৪. বুয়েটে সব রাজনৈতিক সংগঠন এর কার্যক্রম নিষিদ্ধ এবং র‌্যাগের নামে নির্যাতনের ঘটনাসংক্রান্ত অভিযোগ প্রকাশের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হবে।

৫. অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সব হলের দুই পাশে প্রতি ফ্লোরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

এছাড়াও আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম থেকে আবরার হত্যার বিষয়ে দোষীদের শাস্তির ব্যাপারে তৎপর থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *