fbpx
হোম বিনোদন নিশো-মেহজাবীনের ‘মহব্বত’র রহস্য !
নিশো-মেহজাবীনের ‘মহব্বত’র রহস্য !

নিশো-মেহজাবীনের ‘মহব্বত’র রহস্য !

0

আফরান নিশো-মেহজাবীন চৌধুরীর জুটির নতুন নাটক ‘মহব্বত’। শনিবার (১০ এপ্রিল) সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে নাটকটি। মুক্তির প্রথম দিনেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে নাটকটি।

গল্পে দেখা যাবে, মফস্বল শহরের বখাটে যুবক আফরান নিশো। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা মারে আর মেয়েদের উত্ত্যক্ত করে। অন্যদিকে হাজি সাহেবের যোগ্য মেয়ে মেহজাবীন। যার দুটো চোখ ছাড়া সবই পর্দায় থাকে। সেই মেহজাবীনের ওপর নজর পড়ে নিশোর। তখনই বাধে বিপত্তি। এগিয়ে যায় গল্প।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘গ্রামে বা মফস্বল শহরে এমন অসংখ্য চরিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এসব চরিত্র নিয়ে নেতিবাচক গল্পই বেশি শুনি। তবে এই নাটকের মাধ্যমে বিশেষ একটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। এতে যেমন ভিন্ন একটি গল্প আছে, তেমনি দারুণ একটি বার্তাও আছে দর্শকদের জন্য।’

মোশাররফ লিখেছেন, ‘অনেক অপেক্ষার পর নাটকটা পাইলাম।’ তার নীচে মামুন লিখেছেন, ‘অনেক সুন্দর নাটক।’ গল্পে প্রশংসা করে ফারুক নামে একজন লিখেছেন, ‘খুব সুন্দর একটা গল্প, অনেক ভালো লাগলো।’ প্রশংসার পাশাপাশি নাটকটি নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন কেউ কেউ।

মুক্তির প্রথম দিনেই নাটকটি এক লাখ ৪৫ হাজারের বেশি দর্শক দেখেছে। শুটিংয়ের পরেই আলোচনায় ছিল এটি। নাটকের মেহজাবীনের একটি লুক ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। নাটকটি থেকে শিক্ষণীয় বার্তা পেয়েছেন দর্শকরা। কমেন্টস বক্সে নজর রাখলেই তার ধারণা পাওয়া যাচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *