fbpx
হোম অন্যান্য নির্বাচনের পর এবার পেছালো এসএসসি পরীক্ষার তারিখ
নির্বাচনের পর এবার পেছালো এসএসসি পরীক্ষার তারিখ

নির্বাচনের পর এবার পেছালো এসএসসি পরীক্ষার তারিখ

0

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও সিটি ভোটের কারণে এখন তা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে । আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি আজ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত পরীক্ষা সূচি প্রকাশ করেছে ।

নতুন সূচি অনুযায়ী, ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে । আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে ।

এ বছর তিন হাজার ৫১২টি কেন্দ্রে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে । সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দুদিন আগে ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণের দিন ঠিক করে ইসি । কিন্তু ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় দেখা দেয় জটিলতা । এক পর্যায়ে আন্দোলনের কারণে তারিখ পিছিয়ে ১ ফেব্রুয়ারি করে নির্বাচন কমিশন ।

এদিকে সিটি নির্বাচনের কারণে একুশে বইমেলার তারিখও পিছিয়ে ২ ফেব্রুয়ারি করা হয় ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *