fbpx
হোম আন্তর্জাতিক নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার অনুমতি দিল তালেবান
নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার অনুমতি দিল তালেবান

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার অনুমতি দিল তালেবান

0

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফিরতে আহ্বান জানিয়েছে তালেবানর। গ্রুপটির একজন মুখপাত্র শুক্রবার এ কথা জানিয়েছেন। তালেবানরা এ মাসের মাঝামাঝি কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর বহু প্রশিক্ষিত এবং শিক্ষিত আফগানরা দেশ ছেড়ে পালিয়ে যায়। ফলে চাপের মুখে পড়ে দেশটির সরকারি বিভিন্ন খাত। এমতাবস্থায় নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফিরতে বললো তারা। খবর ডেইলি সাবাহ’র।

তালেবানরা ক্ষমতা গ্রহণের পর নারীদের কাজে যেতে নিরুৎসাহিত করে। এমনকি অনেক অফিস তাদের নারী কর্মীদের ফিরিয়ে দেয়। এমতাবস্থায় দুই দশক আগে তালেবান সরকার যেমন ছিল, গ্রুপটির আবারও একই ধরনের অবস্থান তৈরি হতে পারে বলে আশঙ্কা দেখা দেয়। দুই দশক আগে তালেবান যখন আফগানিস্তানের শাসন ক্ষমতায় ছিল, তখন নারীদের কাজ করার অনুমতি ছিল না।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *