fbpx
হোম বিনোদন নারায়নগঞ্জের স্কুলে মেসি ও শাকিব একসঙ্গে পড়েছেন
নারায়নগঞ্জের স্কুলে মেসি ও শাকিব একসঙ্গে পড়েছেন

নারায়নগঞ্জের স্কুলে মেসি ও শাকিব একসঙ্গে পড়েছেন

0

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল জানাচ্ছে নারায়নগঞ্জের স্কুলে মেসি ও শাকিব খান একসঙ্গে পড়েছেন ।

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি পড়েছেন বাংলাদেশের নারায়নগঞ্জের একটি স্কুলে, তাও বাংলাদেশি নায়ক শাকিব খানের সাথে । এই খবর অবশ্যই যে কাউকে অবাক করে দেবে আর বিশ্বাসেরত প্রশ্নই আসেনা ।

লিওনেল মেসির ইতিহাস সবার জানা । কিন্তু বাংলাদেশে তার পড়াশোনা সত্যি কি তাই ! না । তবে
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বলছে, বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন মেসি । আর তারই প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও  নোয়াখালীর একটি স্কুল থেকে পাঠ চুকিয়েছেন বলেও এমন তথ্যই  দিয়েছেন গুগল ।

সার্চবারে গিয়ে ‘where did lionel messi study’, ‘lionel messi study’, ‘lionel messi school’, ‘lionel messi education’ ইত্যাদি লিখে সার্চ দিলে প্রথমেই গুগল যে তথ্যটি দেখাচ্ছে তা হলো, মেসি বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সঙ্গে পড়াশোনা করেছেন । ক্রিস্টিয়ানো রোনালদোর নামেও সার্চ দিলে আসে, তিনি বাংলাদেশের নোয়াখালীর একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন ।

তাহলে কেনো এমন দেখাচ্ছে ? বিষয়টি বুঝতে হলে সবার আগে গুগল সার্চ ইঞ্জিনের কাজ করার কৌশল সম্পর্কে জানতে হবে ।  সার্চ ইঞ্জিনের মতো গুগলও সার্চ দেওয়া তথ্য খুঁজে বের করতে ‘spiders’ বা ‘crawlers’ নামে স্বয়ংক্রিয় প্রোগ্রাম ব্যবহার করে । এই প্রোগ্রামগুলো ইন্টারনেটে ছড়িয়ে থাকা অজস্র ওয়েবসাইট ও ওয়েবপেইজে ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে গুগলের ‘ইনডেক্সে’ জমা করে রাখে । এরপর কোন ব্যক্তি যখন গুগলে কোনো কিছু জানতে সার্চ দেন তখন গুগল পুরো ইন্টারনেট না ঘেঁটে দ্রুততম সময়ে ওই ইনডেক্স থেকে একটি ফলাফল দেখিয়ে দেয় ।

কিন্তু এই প্রক্রিয়াটি মোটেও নির্ভুল নয় । যার জ্বলজ্বলে উদাহরণ মেসি ও রোনালদো সম্পর্কে এমন উদ্ভট তথ্য । গুগল এই তথ্যটি সবার ওপরে দেখিয়েছে কারণ, প্রশ্নোত্তর বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট Quora তে কেউ একজন মজার ছলে মেসি-রোনালদোর পড়াশোনা বিষয়ক এক প্রশ্নের জবাবে এই তথ্য লিখে রেখেছে । এমন উদ্ভট তথ্য গুগলের সার্চ লিস্টের ফলাফলে দেখানোর অন্যতম কারণ হচ্ছে, প্রোগ্রামগুলো এমনভাবে ডিজাইন করা যে এগুলি কেবল তথ্যের সন্নিবেশই ঘটাতে পারে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটি যাচাই করতে পারে না । গুগল এই তথ্যটি দেখিয়েছে কারণ ইন্টারনেটে এই তথ্যটির অস্তিত্ব আছে । তার মানে এই নয় যে এই তথ্যটিই সঠিক ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *