fbpx
হোম অন্যান্য নামাজ না পড়লে বেতন কাটার নির্দেশনা বাতিল করলো কারখানা কর্তৃপক্ষ
নামাজ না পড়লে বেতন কাটার নির্দেশনা বাতিল করলো কারখানা কর্তৃপক্ষ

নামাজ না পড়লে বেতন কাটার নির্দেশনা বাতিল করলো কারখানা কর্তৃপক্ষ

0

গাজীপুর কোনাবাড়ি এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের নামাজ না পড়লে বেতন কাটার জারি করা নির্দেশনা বাতিল করেছে। সোমবার ওই কারখানার কার্যনির্বাহী পরিচালক আবদুল কুদ্দুস স্বাক্ষরিত সংশোধিত এক অফিস নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,গত ৯ ফেব্রুয়ারির জারি করা নোটিশটি শুধু মুসলিমদের নামাজ আদায়ে উৎসাহিত করার জন্য দেয়া হয়েছিল। বেতন কাটার কোনো উদ্দেশ্য ছিল না। ভুলবশত বেতন কর্তনের বিষয়টি উল্লেখ থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

কারখানার মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক এনামুল করিম বলেন, গত ৯ তারিখের নোটিশে নামাজ পড়ার বিষয়ে বেতন কাটার যে সতর্কতা দেয়া হয়েছিল, এটা মূলত শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ তৈরির জন্য দেয়া হয়। এতে কারও বেতন কাটার উদ্দেশ্য ছিল না।

প্রসঙ্গত চলতি মাসের ৯ তারিখে জারি করা এক নোটিশে অফিস চলার সময় প্রতিদিন কর্মকর্তা-কর্মচারীদের মসজিদে গিয়ে জোহর, আসর ও মাগরিবের নামাজ পড়া বাধ্যতামূলক করা হয়।

এতে বলা হয়, এই তিন ওয়াক্ত নামাজ পড়তে যাওয়ার সময় পাঞ্চ মেশিনে পাঞ্চ করতে হবে। যদি কোনো কর্মী মাসে সাত ওয়াক্ত পাঞ্চ করে নামাজ না পড়েন, তবে একদিনের সমপরিমাণ হাজিরা কেটে নেয়া হবে বেতন থেকে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *