fbpx
হোম আন্তর্জাতিক নাগরিক আইনের প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি
নাগরিক আইনের প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি

নাগরিক আইনের প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি

0

এমনিতে নাগরিক আইনকে ঘিরে অশান্ত দিল্লি। হামলা, অগ্নিকাণ্ড এসব মিলিয়ে কিছুদিন আগে রণক্ষেত্রে রূপ নিয়েছে। এ আইনের প্রতিবাদ জানিয়েছেন দিল্লির আইনের ছাত্রী স্বাতী খান্না। প্রতিবাদ জানানোর জেরে ঐ ছাত্রীকে পতিতা বলে গালি দিয়ে ধর্ষণের হুমকি দিয়েছেন এক শেফ। যিনি ভারতীয় হলেও দুবাইয়ের এক রেস্তোরাতে কর্মরত রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় এই রকম আপত্তিজনক মন্তব্য ও হুমকি দেওয়ায়, দুবাইয়ের এক নামী রেস্তোরাঁর ঐ ভারতীয় শেফকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে, এই শাস্তি অভিযুক্তের জন্য যথেষ্ট নয় বলেই মনে করেছেন নেটিজেনরা। ঘটনার নিন্দা করে ওই ভারতীয় শেফকে দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে।

গালফ নিউজ জানিয়েছে, অভিযুক্ত ভারতীয় শেফের নাম ত্রিলোক সিং। সোশ্যাল মিডিয়ায় স্বাতী খান্না নামে যে নারীকে ‘ধর্ষণ’-এর হুমকি দেওয়া হয়েছে, তিনিও ভারতীয়। অভিযুক্ত ত্রিলোক সিং দুবাইয়ের জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ গ্র্যান্ড বারবেকের প্রধান শেফ। রেস্তোরাঁটি দেইরার গোল্ড স্যুকের কাছে ২৪ গোল্ড হোটেলের ঠিকানায়। সম্প্রতি হিন্দিতে লেখা এক ফেসবুক পোস্টে স্বাতী নামে এক ভারতীয় তরুণীকে ‘যৌনকর্মী’ হিসেবে উল্লেখ করে, প্রকাশ্যে হেনস্থা করেন ত্রিলোক। দিল্লিতে নারীকে ধর্ষণেরও হুমকি দেয় অভিযুক্ত।

দুবাই পুলিশের পক্ষ থেকে ই-ক্রাইম পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে। গালফ নিউজ জানাচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে, সে দেশের আইন অনুযায়ী, জেল অথবা জরিমানা (৫০ হাজার থেকে ৩০ লক্ষ দিরহাম) কিংবা উভয় দণ্ডই হতে পারে।

সূত্র : গালফ নিউজ

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *