fbpx
হোম ক্রীড়া নতুন বেতন কাঠামোয় কে কত পাবেন ?
নতুন বেতন কাঠামোয় কে কত পাবেন ?

নতুন বেতন কাঠামোয় কে কত পাবেন ?

0

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় ক্রিকেট দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতন কাঠামোয় পরিবর্তন আনতে যাচ্ছে ।

৩ বছরের মধ্যে এই প্রথম জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি । এছাড়া টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করা হয়েছে । এর মূল উদ্দেশ্য ক্রিকেটারদের মধ্যে টেস্ট ক্রিকেট নিয়ে আরও বেশি আগ্রহ তৈরি করা ।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ২০১৭ সাল পর্যন্ত একজন ক্রিকেটার প্রতিটি টেস্টের জন্য ৮ পয়েন্ট পাবে । আর ২০১৮ ও ২০১৯ সালের ক্ষেত্রে যুক্ত হবে ১০ পয়েন্ট করে । টেস্টের হিসাবে সবচেয়ে বেশি পয়েন্ট এখন পর্যন্ত মুশফিকুর রহিমের (৫৭৪ পয়েন্ট) । এছাড়া সংক্ষিপ্ত পরিসরের দুই ফরম্যাটে তার পয়েন্ট ১১৭২, যা বাকি সবার চেয়ে বেশি । টেস্টে তামিমের অর্জন ৪৭২ পয়েন্ট এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাট মিলিয়ে ১০৮৭ পয়েন্ট । এই হিসাবে মাহমুদউল্লাহর পয়েন্ট যথাক্রমে ৪১০ ও ১০৪৯ পয়েন্ট ।

পয়েন্টের হিসাব অনুযায়ী মুশফিকের মাসিক বেতন হবে ৬ লাখ ২০ হাজার টাকা । একই হিসাবে তামিম ও মাহমুদউল্লাহ’র বেতন হবে ৬ লাখ টাকা করে । এর আগের বেতন কাঠামো অনুযায়ী এই তিনজনের বেতন ছিল মাসিক ৪ লাখ টাকা করে । টেস্ট অধিনায়ক মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ এবং রুবেল হোসেনের বেতন হবে ৩ লাখ টাকা করে । এরপর থাকবেন যথাক্রমে তাইজুল ইসলাম  আড়াই লাখ টাকা, ইমরুল কায়েস ২ লাখ টাকা এবং মোহাম্মদ মিঠুন ১ লাখ ৭৫ হাজার টাকা । এদিকে বেতন কমবে মোস্তাফিজুর রহমানের ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *