fbpx
হোম আন্তর্জাতিক ধৈর্য শেষ হয়ে আসছে: প্রেসিডেন্ট এরদোগান
ধৈর্য শেষ হয়ে আসছে: প্রেসিডেন্ট এরদোগান

ধৈর্য শেষ হয়ে আসছে: প্রেসিডেন্ট এরদোগান

0

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, এজিয়ান সাগরের দ্বীপগুলো ব্যবহার করে গ্রিস তুরস্কের সামরিক বিমানগুলোকে হয়রানি করছে কিন্তু এই ধরনের তৎপরতা তুরস্ক দীর্ঘদিন যাবত সহ্য করবে না। গ্রিসের এ ধরনের আচরণের কারণে আংকারার ধৈর্য শেষ হয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

এরদোগান বলেন, যদি গ্রিস এজিয়ান সাগরে এই ধরনের উসকানি অব্যাহত রাখে তাহলে তুরস্ক তার জবাব দেবে। এরদোগান বলেন, যখন সময় হবে তখন হঠাৎ করে এক রাতে তুরস্ক ঠিকই পাল্টা জবাব দেবে। গতকাল (মঙ্গলবার) বসনিয়া হারজেগোভিনায় যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন।

তিনি বলেন, এটি ভালো লক্ষণ নয় যে, গ্রিসের ক্ষেপণাস্ত্র তুরস্কের বিমানকে তাক করছে। গ্রিসের এই ধরনের আচরণ হুমকিমূলক। আংকারার বিরুদ্ধে ঝুঁকি তৈরির ক্ষেত্রে এজিয়ান সাগরের দ্বীপে গ্রিসের সামরিক বাহিনী বিভিন্ন ঘাঁটি ব্যবহারের মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করছে। যদি অবৈধ এসব হুমকি তুরস্কের বিরুদ্ধে অব্যাহত থাকে তাহলে তুরস্ক তার জবাব দেবে। যখন সময় আসবে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে তিনি পরিষ্কার করেননি যে, তুরস্ক কী ধরনের ব্যবস্থা নেবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *