fbpx
হোম ক্রীড়া আফগানদের পরাজয়ে ছিটকে পড়লো ভারত
আফগানদের পরাজয়ে  ছিটকে পড়লো ভারত

আফগানদের পরাজয়ে ছিটকে পড়লো ভারত

0

আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কাকে নিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল পাকিস্তান। আফগানদের পরাজয়ে এশিয়া কাপের সুপার ফোর থেকে ছিটকে পড়লো ভারত।

শেষ ৩ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল মাত্র ২৫ রান। সেখান থেকে ফজল হক ফারুকি ও ফরীদ আহমেদের অবিশ্বাস্য বোলিংয়ে জয় দেখতে পাচ্ছিল আফগানরা। তবে না, এবারের এশিয়া কাপে নাটকীয়তা নিত্যসঙ্গী, বোলার নাসিম শাহর নৈপুণ্যে শেষ ওভারে ১১ রান নিয়ে ৪ বল বাকি থাকতে ১ উইকেটে জিতে গেল পাকিস্তান।

এই জয়ের মাধ্যমে বাবরদের ফাইনাল নিশ্চিত হলো। সেই সঙ্গে বিদায় নিশ্চিত হলো ভারত ও আফগানিস্তানের। আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে স্কোরবোর্ডে ১২৯ রান তুলেছে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন ইব্রাহিম জাদরান। ৩৭ বলে তাঁর ইনিংসে ছিল ২ বাউন্ডারি ও একটি ছক্কা।

জবাব দিতে নেমে ৪ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। রান তাড়ায় শুরুতে বিপদে পড়ে যায় পাকিস্তান। নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের রানের গতিও নিয়ন্ত্রণে রাখে আফগানরা।

তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। জয় নিয়েই মাঠ ছাড়ে বাবর আজমের দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ বলে ৩৬ রান করেন শাদাব খান। রিজওয়ান ফেরেন ২০ বলে ২৬ রান করে। ইফতেখার করেন ৩০ রান।

এর আগে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠান বাবর আজম। আগে ব্যাট করতে নামা আফগানিস্তান শুরুটা দারুণ করে। কিন্তু এই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ইনিংসের চতুর্থ ওভারেই এই জুটি ভাঙেন হারিস রউফ। গুরবাজকে সরাসরি বোল্ড করেন তিনি। ১১ বলে ১৭ রান করে বিদায় নেন গুরবাজ।

ষষ্ঠ ওভারে আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের উইকেট তুলে নেন মোহাম্মদ হাসনাইন। ২১ রান করা জাজাইও ফেরেন বোল্ড হয়ে।

এর পর ইব্রাহিম জাদরানের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ব্যর্থ হন করিম জানাত। ১৫ রানে তাঁকে ফাঁদে ফেলেন নেওয়াজ। একই চেষ্টায় ব্যর্থ হন নাজিবুল্লাহ। ছক্কা হাঁকাতে গিয়ে তিনি ক্যাচ তুলে দেন ১১ রানে। নাসিম শাহের বলে গোল্ডেন ডাকে ফেরেন অধিনায়ক মোহাম্মদ নবি।

দ্রুত মূল ব্যাটারদের হারিয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান। সেই চাপ সামলে আর বড় লক্ষ্য গড়তে পারেনি আফগানিস্তান।

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার রাস্তা আগেই সহজ করে রেখেছিল পাকিস্তান। এবার আফগানিস্তানকে হারিয়ে সেটা পুরোপুরি নিশ্চিত করল রিজওয়ান-বাবররা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *