fbpx
হোম অন্যান্য ধামরাইয়ে গাছ কাটার সময় ৫ যাত্রী নিহত
ধামরাইয়ে গাছ কাটার সময় ৫ যাত্রী নিহত

ধামরাইয়ে গাছ কাটার সময় ৫ যাত্রী নিহত

0

ঢাকার ধামরাইয়ে সওজ এর টেন্ডারকৃত গাছ কর্তনের সময় গাছের চাপায় একটি চলন্ত ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিনজন।

সোমবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে বয়স্কভাতা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে ধামরাইয়ের কাওয়ালীপাড়া বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোন নিরাপত্তা বেষ্টনী বা ব্যবস্থা না করেই দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ (সওজ) এর আঞ্চলিক মহাসড়কের দুপাশের গাছ কেটে আসছিল ঠিকাদারের লোকজন। সোমবারও গাছ কাটার সময় রাস্তার পাশে কোন নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা না থাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর ঠিকাদারসহ গাছ কাটা শ্রমিকরা পালিয়ে যায়। পুলিশ বলছে, দুপুরে ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে ৮ যাত্রী বয়স্ক ভাতার কার্ড নিয়ে ভাড়ায় চালিত ইজিবাইকে করে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। পরে তাদের ইজিবাইকটি কাওয়ালীপাড়া বালিয়া আঞ্চলিক সড়কে পৌছলে ওই সড়কে একটি কড়াই গাছ কাঠার সময় ওই গাছটি তাদের উপর পড়ে যায়। এসময় ইজিবাইকে থাকা আট যাত্রীর মধ্যে পাঁচ জন ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় আরো তিনজন।

পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কাওয়ালীপাড়া জনতা কল্যাণ ক্লিনিকে নিয়ে ভর্তি করে। নিহত পাঁচ জনের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছে। তাদের বাড়ি ওই ইউনিয়নের তেলীগ্রাম ও বাইচাইল গ্রামে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন নুরু মিয়া (৬৫), তার স্ত্রী কুলসুম বেগম (৬০), সামছুল হক (৭০), মাজেদা বেগম (৬৮) ও আয়েশা খাতুন (৬৬)।

খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক এবং ওসি দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। সামিউল হক বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঠিকাদার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *