fbpx
হোম রাজনীতি দ্রব্যমূল্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে এবি যুব পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিল
দ্রব্যমূল্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে  এবি যুব পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

দ্রব্যমূল্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে এবি যুব পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

0

মানুষের কষ্ট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, অবিলম্বে
ন্যায্যমূল্যে গণরেশন চালু করুন- এবি পার্টি
————————

দ্রব্যমূল্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে জনগণের দুর্ভোগ চুড়ান্ত মাত্রায় উপনীত হওয়ার প্রেক্ষিতে এবি যুব পার্টি আজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করে। বিকেল ৪ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়। যুবনেতা ইলিয়াস আলীর সঞ্চালনা ও এবি যুব পার্টির সমন্বয়ক এবিএম খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইঁয়া, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ও যুগ্ম সদস্য সচিব বি এম নাজমুল হক।

প্রতিবাদী অবস্থান ও সমাবেশের পর একটি
বিক্ষাভ মিছিল তোপখানা রোড, পল্টন মোড় ও সেগুন বাগিচা ঘুরে বিজয় নগরস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এএফএম সোলায়মান চৌধুরী বলেন, মাফিয়া চক্রের সিন্ডিকেট কৃত্রিমভাবে বার বার পরিকল্পিতভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে চলছে। এই মাফিয়া চক্রের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নাই বরং সরকারের উচ্চ পর্যায়ের লোকেরা এর সাথে জড়িত। সাধারণ জনগণের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। তাদের কষ্ট অসহনীয় মাত্রায় পৌঁছেছে, তিনি মানুষের দূর্ভোগ লাঘবে অবিলম্বে ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে ন্যায্যমূল্যে গণরেশন চালু করার দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মজিবুর রহমান মন্জু বলেন, সরকার যদি অবিলম্বে দ্রব্যমূল্য কমানো এবং মানুষের কষ্ট দূর করার কার্যকর পদক্ষেপ না নেন তাহলে দল মত নির্বিশেষে সবাই রাজপথে নামতে বাধ্য হবে। তিনি সরকারের পাশাপাশি বড় বড় মিল কারখানা ও কর্পোরেট প্রতিষ্ঠান গুলোকে নিজস্ব গরীব কর্মচারীদের জন্য চাল, ডাল, তেল, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সুলভ মূল্যে প্রাপ্তির জন্য ‘মানবিক বাজার ব্যবস্থাপনা’ চালু করার দাবি জানান।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাজার পরিস্থিতিতে দেশ নিরব দুর্ভিক্ষের দিকে ধাবমান। নিম্ন ও নিম্ন মধ্য আয়ের মানুষের জীবনকে সচল রাখতে রেশনিং ব্যাবস্থার কোন বিকল্প নাই। অবিলম্বে সরকারকে বাজার ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। দ্রব্য মূল্য দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে।

বি.এম. নাজমুল হক বলেন, খাদ্য মানুষের সবার আগে প্রয়োজন। চাল,ডাল, তেলের দাম অবিলম্বে কমাতে হবে। হয় বাজার নিয়ন্ত্রণ করেন নইলে গাদি ছাড়েন। এভাবে আর চলতে পারেনা।


সমাবেশে আরো বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, গাজীপুর জেলা আহবায়ক এম আমজাদ খান, ঢাকা মহানগর উত্তরের অন্যতম নারী নেত্রী সুলতানা রাজিয়া, ছাত্রনেতা আল আমিন প্রিন্স, দক্ষিণের অন্যতম নেতা আমিরুল ইসলাম, যুবনেতা তোফাজ্জল হোসেন রমিজ, মির্জা সাইফুল ইসলাম, আমেনা বেগম সহ যুবপার্টি, মহানগর উত্তর, দক্ষিণ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *