fbpx
হোম করোনা দেশে মৃত্যু ও শনাক্তের রেকর্ড
দেশে মৃত্যু ও শনাক্তের রেকর্ড

দেশে মৃত্যু ও শনাক্তের রেকর্ড

0

দেশে গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আরো ৯ হাজার ৯৬৪ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। মৃত ও শনাক্তে এ সংখ্যা দৈনিক হিসেবে সর্বোচ্চ। দেশে নভেল করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬০৫টি পরীক্ষাগারে ৩৪ হাজার ২টি নমুনা পরীক্ষা হয়। এ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন। আর মারা গেছে ১৫ হাজার ২২৯ জন। সর্বশেষ ৫ হাজার ১৮৫ জনের সুস্থতায় এ পর্যন্ত মোট সুস্থ হওয়া করোনা  রোগীর সংখ্যা ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। সর্বশেষ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৮৭ ও মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ৫৫ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪০, চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ১৬, বরিশালে ৯, সিলেটে ৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ১০৯ জন পুরুষ এবং ৫৫ জন নারী। মৃতদের ১২৩ জন সরকারী হাসপাতালে, ২৫ জন বেসরকারী হাসপাতালে, ১৫ জন বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৫ হাজার ২২৯ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৭৮৫ জন এবং নারী ৪ হাজার ৪৪৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮৩ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৭, ৪১ থেকে ৫০ বছরের ১৮, ৩১ থেকে ৪০ বছরের ১২ এবং ২১ থেকে ৩০ বছরের ৪ জন রয়েছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *