fbpx
হোম জাতীয় দেশে বন্যার পানিতে ডুবে আরও ৯ জনের মৃত্যু
দেশে বন্যার পানিতে ডুবে আরও ৯ জনের মৃত্যু

দেশে বন্যার পানিতে ডুবে আরও ৯ জনের মৃত্যু

0

তবে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় বন্যার পানিতে ডুবে নতুন আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পানিতে ডুবে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৫ জন। এছাড়া বন্যার পানিতে ডুবে আহত হয়েছেন আরও ১৫৭ জন। একই সময়ে সাপের কামড়ে শরীয়তপুরে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে সুনামগঞ্জের ২ জন, কিশোরগঞ্জের ১ জন, রাজবাড়ীর ১ জন, মানিকগঞ্জের ২ জন, ঢাকার ১ জন, শরীয়তপুরের ১ জন এবং মুন্সিগঞ্জের ১ জন।

ওদিকে, স্বাস্থ্য অধিদফতরের ২ হাজার ৭৭৫টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলোতে এযাবৎ পর্যন্ত ডায়রিয়ায় ১১ হাজার ৩৭৫ জন, আরটিআই তিন হাজার ৭০৯ জন, বজ্রপাতে ৪৭ জন, সাপের কামড়ে ৪৭ জন, পানিতে ডুবে ১৫৭ জন, চর্মরোগে সাত হাজার ১২০ জন, চোখের প্রদাহ ৮৪৩ জন, আঘাতপ্রাপ্ত ৭৪৫ জন ও অন্যান্য রোগে ৯১৬৪ জনসহ ৩৩ হাজার ৯২২ জনকে চিকিৎসা প্রদান করেছে।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সূত্র মতে, ৩০ জুন থেকে ৯ আগস্ট পর্যন্ত সময়ে দেশের বন্যাকবলিত সকল জেলায় ডায়রিয়া, পানিতে ডুবে, বজ্রপাতে, সাপের কামড়ে ও অন্যান্য কারণে মোট ১৮৪ জনের মৃত্যু হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *