fbpx
হোম জাতীয় দেশে করোনায় আক্রান্ত রেকর্ড ২১৯; মৃত্যু ৪ জন নিয়ে মোট ৫০ জন
দেশে করোনায় আক্রান্ত রেকর্ড ২১৯; মৃত্যু ৪ জন নিয়ে মোট ৫০ জন

দেশে করোনায় আক্রান্ত রেকর্ড ২১৯; মৃত্যু ৪ জন নিয়ে মোট ৫০ জন

0

করোনা ভাইরাসে দেশে ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও ২১৯ জন। যা নিয়ে মোট আক্রান্ত ১,২৩১ জনে দাড়িয়েছে। এবং মৃত্যু সংখ্যা মোট ৫০ ।

আজ এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ করেন। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এবং বিদেহীদের আত্বার মাগফেরাত কামনা করার কথাও জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহে বেশি আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশে মোট ৭ জনসহ ৪৯ জন সুস্থ্য হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা.নাসিমা সুলতানা বলেন, মারা যাওয়া ৪ জনের মধ্যে পুরুষ তিনজন একজন মহিলা। এদের মধ্যে ২ জনের বয়স ৭০ বছরের বেশি, একজন চিকিৎসক মারা গেছেন। তার বয়স ৫০ বছর ও ৩৫-৪০ বছরের মধ্যে একজন। ৩৫-৪০ বছরের মধ্যে যিনি মারা গেছেন তার আগে থেকে ক্যান্সার ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশে যত কোভিড হাসপাতাল আছে সেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দিয়েছি। সামনে আরও বাড়ানো হবে ৷ এর মাধ্যমে আমরা জানতে পারব কোথায় কি অবস্থা। সে তথ্য অনুযায়ী ব্যবস্থা নেব।

Like
Like Love Haha Wow Sad Angry
91

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *