fbpx
হোম অন্যান্য দেশে আরেক ভয়ঙ্কর রোগের আলামত, বিকল হবে হৃদযন্ত্র-কিডনি !
দেশে আরেক ভয়ঙ্কর রোগের আলামত, বিকল হবে হৃদযন্ত্র-কিডনি !

দেশে আরেক ভয়ঙ্কর রোগের আলামত, বিকল হবে হৃদযন্ত্র-কিডনি !

0

করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত নতুন রোগ মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম। জ্বর থেকে শুরু হয়ে ৪ সপ্তাহের মধ্যেই হৃদযন্ত্র, কিডনিসহ অন্যান্য অর্গান নষ্ট করে দিতে পারে এ রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশু-কিশোর বয়সীরা। চিকিৎসার আওতায় এসেছে বাংলাদেশে এমন রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১৫ জন।

জ্বর, পেটে, ব্যথা ও বমি আর বয়স যদি হয় ১৫ এর মধ্যে তাহলে প্রাথমিক ধারণা হতে পারে মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম। এ ব্যাপারে এভারকেয়ার হাসপাতালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন জানান, উচ্চমাত্রায় জ্বর থাকে বাচ্চাদের এবং সেটা ১০১ থেকে ১০৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তিন থেকে পাঁচ দিনে জ্বরের সাথে সাথেই হতে পারে অথবা ধাপে ধাপে কিছু লক্ষণ প্রকাশ পেতে থাকে। যেমন; সারা গায়ে লাল লাল দানার মতো অথবা রক্তের মতো দাগ থাকতে পারে। সারা শরীরে লাগচে দাগও থাকতে পারে। কোভিড-১৯ এর ফলে সারা শরীরে যখন এক ধরনের প্রদাহ হয় তখন এই রোগটি প্রকাশ পায়। এসময় হার্ট ফেল, মাংস পেশি দুর্বল, চোখের প্রদাহ (লাল চোখ), গলা ও মুখগহ্বর লাল হয়ে যেতে পারে। এছাড়া করোনার প্রভাবে রক্তনালীগুলো ফুলে যাওয়ার পাশাপাশি কিডনীতে পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি নিউমোনিয়াও হতে পারে।

এভারকেয়ার হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নুসরাত ফারুক বলেন- এই রোগের কারণে ব্লাড প্রেসার কমে যাওয়া, শকে চলে যাওয়া, হার্টবিট আনস্টেবল হয়ে যাওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, বাচ্চা অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।

উল্লেখ্য, গত ১৫ ও ২৭ মে দুই শিশুর দেহে এই রোগ পাওয়া যায়। যাদের একজনের বয়স ছিল মাত্র দেড়মাস। রোগটি ভয়াবহ হলেও এর চিকিৎসা দেশেই রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই রোগে আক্রান্তদের করোনার মতোই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

 

 

সূত্র: যমুনা নিউজ

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *