fbpx
হোম অন্যান্য দেশের বন্যাকবলিত এলাকায় আরও ৮ জনের মৃত্যু
দেশের বন্যাকবলিত এলাকায় আরও ৮ জনের মৃত্যু

দেশের বন্যাকবলিত এলাকায় আরও ৮ জনের মৃত্যু

0

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্র থেকে জানা গেছে, দেশের বন্যাকবলিত এলাকায় পানিতে ডুবে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়ালো ১৪১ জনে। একদিনে পানিতে ডুবে মৃত্যুবরণকারী সাত জনের ১ জন গাইবান্ধায়, ১ জন সুনামগঞ্জে, ২ জন টাঙ্গাইলে, ১ জন মানিকগঞ্জে, ১ জন কিশোরগঞ্জে এবং ১ জন মুন্সীগঞ্জে মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সাপের কামড়ে মারা গেছেন ১ জন।

সূত্র জানায়, দেশের ৩৩ জেলায় চলমান বন্যাজনিত নানা কারণে আক্রান্ত এলাকায় ডায়রিয়া, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা (আরটিআই), চর্মরোগ, চোখের প্রদাহ ও অন্যান্য আঘাতজনিত কারণসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

গত ২৪ ঘণ্টায় এসব জেলায় ডায়রিয়ায় ৭৪৮ জন, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ২৮৩ জন, চর্মরোগে ৫৯৩ জন, পানিতে ডুবে সাত জন, চোখের প্রদাহে ৫৮ জন ও অন্যান্য আঘাতজনিত কারণে ১৮ জন এবং অন্যান্য রোগে ২৪২ জনসহ মোট ১ হাজার ৯৪১ জন আক্রান্ত হন।

উল্লেখ্য, দেশের ৩৩টি জেলায় গত ৩০ জুন থেকে ৭ আগস্ট পর্যন্ত সময়ে পানিতে ডুবে ১৪১ জন, সাপের কামড়ে ১৫ জন, বজ্রপাতে ১৩ জন এবং অন্যান্য কারণে ১ জনসহ মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৭১৪ জন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *