fbpx
হোম আন্তর্জাতিক দাঙ্গা আবহের মধ্যেই বাইডেনকে ক্ষমতা দিল মার্কিন কংগ্রেস
দাঙ্গা আবহের মধ্যেই বাইডেনকে ক্ষমতা দিল মার্কিন কংগ্রেস

দাঙ্গা আবহের মধ্যেই বাইডেনকে ক্ষমতা দিল মার্কিন কংগ্রেস

0

অবশেষে দাঙ্গা আবহের মধ্যেই জো বাইডেনের ইলেক্টরাল কলেজ জয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মার্কিন কংগ্রেস।

আনুষ্ঠানিকভাবে ইলেক্টরাল কলেজ ভোট গণনার সময় হাতে গোণা কয়েকজন জর্জিয়া ও পেনসিলভেনিয়ার ইলেক্টরাল ভোট বাতিলের আবেদন জানান। আরিজোনা, নেভাদা, ও মিশিগানের ইলেক্টরাল ভোটের বিষয়েও অভিযোগ তোলে রিপাবলিকানরা। তবে তা ধোপে টিকেনি।

এই ইলেক্টরাল ভোট গণনাকেই কেন্দ্র করেই বুধবার সংসদ ভবন ক্যাপিটল হিলে সহিংস তাণ্ডব চালিয়েছিল ট্রাম্প সমর্থকরা। এতে প্রাণ হারিয়েছে ৪ জন। স্থানীয় সময় বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেনের জয় নিশ্চিত করা হয়। তবে এটা শুধুই রীতি মানার আনুষ্ঠানিকতা। বাইডেনের জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল।

ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের কারণে কংগ্রেসের যৌথ অধিবেশন কয়েক ঘণ্টার জন্য স্থগিত হয়ে যায়। পরে আইন শৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের অধিবেশন শুরু হয়।

কংগ্রেসের এ ঘোষণার ফলে আগামী ২০ জানুয়ারি রীতি অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছ থেকে ক্ষমতা বুঝে নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *