fbpx
হোম বাণিজ্য তৈরী পোষাকখাতে সুদিন আসছে, ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা
তৈরী পোষাকখাতে সুদিন আসছে, ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা

তৈরী পোষাকখাতে সুদিন আসছে, ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা

0

রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় তৈরী পোষাক খাতে আবারো ফিরে আসছে সোনালী সুদিন।

২০১৯-২০ অর্থবছরের প্রথম মাস, অর্থাৎ জুলাইয়ে ৩৩১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৭ শতাংশ বেশি।

পোশাক রপ্তানির ওপর ভর করে পণ্য রপ্তানি আয়ে চলতি অর্থবছরের প্রথম মাসে ৮ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সব মিলিয়ে রপ্তানি হয়েছে ৩৮৮ কোটি ৭৮ লাখ ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য দিয়েছে।

সামগ্রিক পরিস্থিতিতে তৈরী পোষাক ব্যবসায়ীরাও রয়েছেন দারুণ ফুরফুরে মেজাজে।

বিদায়ী অর্থবছরে ৪ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৫০ কোটি ডলার। সেই হিসাবে অর্থবছরের প্রথম মাসে লক্ষ্যমাত্রা ছিল ৩৮২ কোটি ডলার। তার বিপরীতে অর্জিত হয়েছে ৩৮৮ কোটি ডলার।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে ১০ কোটি ডলারের চামড়া ও চামড়া পণ্য রপ্তানি হয়েছে। তার মধ্যে ৯০ লাখ ডলারের চামড়া, ২ কোটি ৪০ লাখ ডলারের চামড়াপণ্য ও ৭ কোটি ২৩ লাখ ডলারের চামড়ার জুতা রপ্তানি হয়েছে। সব মিলিয়ে চামড়া ও চামড়াপণ্য রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৩৯ শতাংশ। তবে চামড়ার রপ্তানি কমেছে ৩ দশমিক ৩৭ শতাংশ।

চামড়া ও চামড়াপণ্যের পাশাপাশি পাট ও পাটপণ্যের রপ্তানি ইতিবাচক ধারায় ফিরে এসেছে। চলতি অর্থবছরের প্রথম মাসে রপ্তানি হয়েছে ৭ কোটি ৪৮ লাখ ডলারের পাট ও পাটপণ্য। তার মধ্যে ৬৫ লাখ ডলারের কাঁচা পাট, ৫ কোটি ডলারের পাটের সুতা ও ৮৩ লাখ ডলারের পাটের বস্তা রপ্তানি হয়েছে। সব মিলিয়ে পাট ও পাটপণ্যের রপ্তানি বেড়েছে দশমিক ৮৩ শতাংশ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *