fbpx
হোম আন্তর্জাতিক তালেবান নেতারা ‘রাজনৈতিক সমঝোতার পক্ষে’
তালেবান নেতারা ‘রাজনৈতিক সমঝোতার পক্ষে’

তালেবান নেতারা ‘রাজনৈতিক সমঝোতার পক্ষে’

0

তালেবানের নতুন সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা গতকাল বলেছেন, আফগানিস্তানে সংঘাত বন্ধে রাজনৈতিক সমাধানের পক্ষে তিনি ‘দৃঢ়তার সাথে’ তার সমর্থন ব্যক্ত করছেন। দেশজুড়ে তালেবানের ব্যাপক আক্রমণের মধ্যেই তিনি এই মন্তব্য করেছেন।
আফগান সরকারের প্রতিনিধি এবং তালেবানরা গতকাল দোহায় নতুন দফায় আলোচনায় বসেন। তার আগেই তালেবানের পক্ষ থেকে নতুন এই ঘোষণা দেয়া হলো। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শান্তি আলোচনা পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। গতকাল প্রকাশিত বিবৃতিতে আখন্দজাদা বলেন, ‘সামরিক লাভ ও অগ্রগতি সত্ত্বেও, ইসলামী আমিরাত কঠোরভাবে দেশটিতে রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে।’ তিনি আরও বলেন, ‘ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিটি সুযোগ, শান্তি ও সুরক্ষা যা নিজেকে উপস্থাপন করে তা ইসলামিক আমিরাত ব্যবহার করবে।’

কয়েক মাস ধরে কাতারের রাজধানীতে উভয় পক্ষই বৈঠক করে চলেছে, তবে যুদ্ধের ময়দানে তালেবানরা ব্যাপক সাফল্য পাওয়ায় আলোচনার গতি হ্রাস পেয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই দু’পক্ষ আবার আলোচনার বসে। আখন্দজাদা বলেন, তার দল যুদ্ধ শেষ করে সমস্যা সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে তিনি ‘সময় নষ্ট করার জন্য’ বিরোধী দলগুলোরও তীব্র নিন্দা করে বলেন, ‘আমাদের বার্তাটি অব্যাহত রয়েছে যে বিদেশীদের উপর নির্ভর করার পরিবর্তে আসুন আমরা আমাদের মধ্যে আমাদের সমস্যাগুলো সমাধান করি এবং আমাদের দেশকে বিরাজমান সংকট থেকে উদ্ধার করি।’

তালেবানরা দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধ, কার্যকর কমান্ডের অধীনে পরিচালিত এবং সংগঠনের নেতৃত্ব বহুবর্ষীয় বলে গুজব সত্ত্বেও তাদেরকে জটিল সামরিক অভিযান পরিচালনা করতে দেখা গেছে। এই গোষ্ঠীটি এখন আফগানিস্তানের ৪০০ জেলার প্রায় অর্ধেক জেলা ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত নিয়ন্ত্রণ করছে বলে মনে করা হয় এবং তারা গুরুত্বপূর্ণ প্রদেশের রাজধানীগুলোর একটি অবরোধ করে রেখেছে। সূত্র : ট্রিবিউন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *