fbpx
হোম অন্যান্য তাবলিগ জামাতের ৩ জন করোনায় আক্রান্ত
তাবলিগ জামাতের ৩ জন করোনায় আক্রান্ত

তাবলিগ জামাতের ৩ জন করোনায় আক্রান্ত

0

মানিকগঞ্জের সিংগাইরে তাবলিগ জামাতের ১১ জনের নমুনা পরীক্ষায় তিন জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৭এপ্রিল) বেলা ১১ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

শনাক্ত ওই ৩ তিন ব্যক্তির বাড়ি ফরিদপুর জেলায়। তাদেরকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখার প্রস্তুতি চলছে।

ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরের বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদরাসায় তাবলিগ জামাতে এসেছিলেন ১২ সদস্যর একটি দল। এদের মধ্যে গত শনিবার ৬০ বছরের এক বৃদ্ধের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরীক্ষা করালে শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।

পরে আরও দু’জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।এর প্রেক্ষিতে রবিবার ওই মাদরাসাসহ পুরো সিংগাইর পৌরসভা লকডাউন করে দেয় প্রশাসন। সেই সাথে তাবলিগ জামাতের ১১ সদস্যকে ওই মাদরাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। একই সাথে জামাতে যোগ দেওয়া স্থানীয় ৬ জনকে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *