fbpx
হোম অন্যান্য ঢাকা থেকে ফিরলেই করোনা আতঙ্কে ভুগছে শাহজাদপুরবাসী
ঢাকা থেকে ফিরলেই করোনা আতঙ্কে ভুগছে শাহজাদপুরবাসী

ঢাকা থেকে ফিরলেই করোনা আতঙ্কে ভুগছে শাহজাদপুরবাসী

0

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বাড়াবিল উত্তরপাড়ায় ঢাকা ফেরত দুই ব্যক্তি এবং তাদের পরিবারের অন্য সদস্যের মাঝে করোনা উপসর্গ দেখা দেয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ঢাকা ফেরত ব্যক্তিরা হলেন মাজেদুল ইসলামের ছেলে শাকিল (২৮) এবং হেলাল উদ্দিনের মেয়ে হেলেনা (২৫)। তারা উভয়েই ঢাকায় ভিন্ন দুটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এলাকাবাসী জানান, করোনা ভাইরাসের এই দুঃসময়েও তারা স্বাভাবিক পরিস্থিতির সময়কালের মত নির্বিঘ্নে একাধিকবার ঢাকা থেকে বাড়িতে আসা যাওয়া করছেন।

সর্বশেষ দশ বারো দিন আগে তারা বাড়াবিল উত্তরপাড়ার নিজ বাড়িতে আসেন। বর্তমানে হেলেনা অসুস্থ্যাবস্থায় বাড়িতেই রয়েছেন। তবে শাকিল পুনরায় ঢাকায় ফিরে গেছেন। এদিকে শাকিলের বড় ভাই শাহীন (২৯) এর মাঝে করোনা উপসর্গ দেখা দিয়েছে।

হেলেনার বাবা হেলাল উদ্দিন জানান, বাড়িতে অসুস্থ দাদির সেবা যত্ন করতে গিয়ে তার মেয়ে নিজেও অসুস্থ হয়ে পড়েছে। অন্যদিকে মাজেদুল ইসলাম জানান, তার পরিবারের সকলেই সুস্থ আছেন। শুধুমাত্র বড় ছেলে শাহীন (শাকিলের বড় ভাই) সাধারণ জ্বরে আক্রান্ত। উভয় পরিবারের কারোরই এখন পর্যন্ত করোনা টেস্ট করানো হয়নি।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার আর.এম.ও ডাঃ রাকিব হাসান জানান, তাদের বিষয়ে আমরা অবগত হয়েছি। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। শাহজাদপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রউফ জানান, এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। একালাবাসি অতি দ্রুত সংশ্লিষ্ট এলাকাকে লক ডাউন করে উপযুক্ত পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *