fbpx
হোম জাতীয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র গণপরিবহণ যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র গণপরিবহণ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র গণপরিবহণ যানজট

0

টানা ১৭ দিন পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলতে শুরু করেছে গণপরিবহণ। তবে মহাসড়কে পশুবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহনের চাপ বেড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহণ চালকরা।বৃহস্পতিবার মহাসড়কের করটিয়া থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে বৃহস্পতিবার ভোর থেকেই করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী যানজটের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যেই আবার যানজট ছেড়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও ধীরগতিতে গাড়ি চলছে।তবে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম যানজটের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *