fbpx
হোম আন্তর্জাতিক ঢাকা ছেড়েছেন ২৬৯ আমেরিকান নাগরিক
ঢাকা ছেড়েছেন ২৬৯ আমেরিকান নাগরিক

ঢাকা ছেড়েছেন ২৬৯ আমেরিকান নাগরিক

0

সোমবার বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন ২৬৯ আমেরিকান নাগরিক। সঙ্গে তাদের পোষা ৭-৯টি কুকুরও। সোমবার সন্ধ্যায় আমেরিকান কূটনীতিক, তাদের পরিবার এবং দেশটির নাগরিকদের বহনের জন্য ভাড়া করা কাতার এয়ারওয়েজের বোয়িং-৭৭৭ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। কূটনৈতিক ও সরকারি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, আরও শতাধিক আমেরিকান পরবর্তী ফ্লাইট ধরার অপেক্ষায় রয়েছেন। কাতার এয়ারের বিশেষ ফ্লাইটটি গতকাল  সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে ঢাকা ছেড়ে যায়। তাদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

রোববার মার্কিন দূতাবাস এক ভিডিও ব্রিফিংয়ে জানায়, চার্টার্ড ফ্লাইটটি ঢাকা থেকে আমেরিকানদের বোঝাই করে নিয়ে যাচ্ছে। এতে একটি আসনও খালি নেই। করোনা আতঙ্কে নাগরিকরা ফিরতে চেয়েছেন। তাদের ব্যক্তিগত পছন্দ (পারসোনাল চয়েজ) কে গুরুত্ব দিয়ে স্টেট ডিপার্টমেন্ট তাদের ফেরানোর পদক্ষেপ নিয়েছে। মার্কিন সরকার কাউকে ফেরার জন্য জোর করছে না। দূতাবাস এ-ও জানায়, পদক্ষেপটি সাময়িক। মার্কিন দূতাবাসের মূখপাত্র জানিয়েছেন, যেসব কূটনীতিক যুক্তরাষ্ট্র ফিরে গেছেন তা একান্তই তাদের পরিবারের স্বার্থে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *