fbpx
হোম অনুসন্ধান ঢাকার প্রবেশপথগুলো শিথিল, রাস্তায় বাড়ছে মানুষের উপস্থিতি
ঢাকার প্রবেশপথগুলো শিথিল, রাস্তায় বাড়ছে মানুষের উপস্থিতি

ঢাকার প্রবেশপথগুলো শিথিল, রাস্তায় বাড়ছে মানুষের উপস্থিতি

0

দোকানপাট খোলার পর গতকাল রবিবার থেকে রাস্তায় মানুষের উপস্থিতি ব্যাপকভাবে বেড়ে গেছে। যানবাহনও নেমেছে প্রচুর। ঢাকার প্রবেশ মুখগুলো এখন অনেকটাই উন্মুক্ত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ কোনো শিথিলতা দেখাচ্ছে না। আর মাঠ ছেড়েও চলে যায়নি। এখন আরো বিস্তৃতভাবে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। ফলে আগে যেখানে এক জায়গায় অনেক পুলিশ সদস্য দেখা যেত, এখন সেভাবে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু অনেক বেশি জায়গায় দায়িত্ব পালন করছেন সদস্যরা। এখন কৌশল বদলে দায়িত্ব ভাগ করা হয়েছে। অনেকগুলো টিম করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক টিম মাঠে থেকে তদারকি করছেন। পুলিশ সদস্যদের চিকিত্সা ও আবাসনেও পরিবর্তন আনা হয়েছে। চিকিত্সার জন্য নতুন হাসপাতাল যুক্ত হচ্ছে। বরং আগের চেয়ে বেশি মনোবল নিয়েই কাজ করছেন পুলিশ সদস্যরা।’

সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, ‘আমি তো মনে করি, এখন আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার। কিন্তু রাস্তা-ঘাটে যে অবস্থা তাতে মনে হচ্ছে করোনা যুদ্ধে জয়ী হয়ে আমরা উত্সব করছি। কিছু মানুষ প্রয়োজনে বের হচ্ছেন। কিন্তু অপ্রয়োজনে বের হওয়া মানুষের সংখ্যাও কম নয়। এদের নিবৃত্ত করতে হবে। শিথিলতা দেখানো যাবে না।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *