fbpx
হোম আন্তর্জাতিক ড. জাকির নায়েককে ভারতের হাতে দেবেনা মালয়েশিয়া
ড. জাকির নায়েককে ভারতের হাতে দেবেনা মালয়েশিয়া

ড. জাকির নায়েককে ভারতের হাতে দেবেনা মালয়েশিয়া

0

ড. জাকির নায়েককে ভারতে ফেরত না পাঠানোর বিষয়ে ড. মাহাথির ও আনোয়ার ইব্রাহিম একমত হয়েছেন। মালয়েশিয়ার ক্ষমতাসীন শরিক দল পিকেআর প্রেসিডেন্ট দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বলেছেন, তিনি প্রধানমন্ত্রী কর্তৃক  ড. জাকির নায়েককে মালয়েশিতে থাকার অনুমতি দেবার সিদ্ধান্তের সাথে একমত।

আনোয়ার ইব্রাহিম আরো বলেন, ধর্ম প্রচারক এই চিকিৎসককে মালয়েশিয়ায় বসবাসের অনুমতি দেবার সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন। সম্প্রতি ড. জাকির নায়েকের করা দুটি মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘ড. জাকির নায়েক ইনডিয়ান বা চাইনিজ সম্প্রদায়ের কাউকে আঘাত করার জন্য এ মন্তব্য করেননি’।

উল্লেখ্য, গত ৮ আগস্ট মালয়েশিয়ার কেলানতান রাজ্যে এক সেমিনারে ড. জাকির নায়েক বলেন, ‘মালয়েশিয়ায় হিন্দুরা শতভাগ  বেশী অধিকার ভোগ করেন ভারতে সে দেশের মুসলিমদের চেয়ে’। তিনি বক্তব্যটি ইতিবাচক অর্থে উদাহর দিয়ে বললেও  তাঁর এ মন্তব্যের প্রতিবাদে তাঁকে ভারতে ফেরত পাঠানোর দাবীতে মালয়েশিয়ান হিন্দু সম্প্রদায়ের একটি গ্রুপ কুয়ালালামপুরে একটি সমাবেশের ডাক দেয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ফেইসবুক লাইভের এক ঘোষণায় সেই সমাবেশ তারা বাতিল করেন। স্থানীয় ইনডিয়ান সম্প্রদায়ের লোকেরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মদীর প্রতি অনুগত- ড. জাকির নায়েক এমন মন্তব্য করেছেন বলে পত্রপত্রিকায় সংবাদ ছাপা হয়। এ সংবাদের প্রেক্ষিতে ড. জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর দাবী ওঠে।

ড. জাকির নায়েক অবশ্য বলেছেন পত্রিকাগুলো তার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করেছে। 

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *